প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৩, ০৬:২৯ পিএম
`জুনিয়র কোপা আমেরিকা` খ্যাত অনূর্ধ্ব-২০ সাউথ আমেরিকা চ্যাম্পিয়নশিপের ৩০তম আসরে গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে প্যারাগুয়ে ও চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ব্যাকফুটে চলে গিয়েছিল আর্জেন্টিনার যুবারা। তবে তৃতীয় ম্যাচে পেরুকে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে হেক্সা মিশনে আশা বাঁচিয়ে রাখে মেসি-ডি মারিয়াদের অনুসারীরা।
টুর্নামেন্টে প্রথম জয়ের দেখা পেলেও স্বস্তিতে নেই কোচ হ্যাভিয়ের ম্যাশচেরানোর আর্জেন্টিনা দল। ‘এ’ গ্রুপ থেকে তৃতীয় দল হিসেবে পরবর্তী রাউন্ডে যেতে হলে নিজেদের শেষ ম্যাচে শনিবার (২৮ জানুয়ারি) স্বাগতিক কলোম্বিয়ার বিপক্ষে যে জিততেই হবে লে আলবিসেলেস্তেদের।
কারণ, ‘গ্রুপ এ’ থেকে তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে ফাইনাল রাউন্ড নিশ্চিত করে ফেলেছে ব্রাজিল ও প্যারাগুয়ে। টানা চার ম্যাচ হেরে পেরু কোনো পয়েন্ট ছাড়াই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে।
এদিকে পয়েন্ট টেবিলে তিন নম্বরে রয়েছে স্বাগতিক কলম্বিয়া। তিন ম্যাচে এক জয় ও দুই ড্রয়ে তাদের সংগ্রহ ৪ পয়েন্ট। আর্জেন্টিনা তিন ম্যাচে তিন পয়েন্ট নিয়ে তালিকার রয়েছে চতুর্থ স্থানে।
ফলে আর্জেন্টিনা-কলম্বিয়া ম্যাচ যদি ড্র হয় তাহলে দুই দল এক পয়েন্ট করে পাওয়ায় স্বাগতিকরা পরের রাউন্ড নিশ্চিত করবে। আর আকাশি নীল শিবির যদি জেতে তাহলে চলে যাবে পরের ধাপে।
তাই আগামীকাল সকাল সাড়ে ৬টায় কলাম্বিয়ার এস্তাদিও পাসকুয়াল গুয়েরেরো স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে অলিখিত ফাইনালের মুখোমুখি হচ্ছে টুর্নামেন্টের পাঁচবারের চ্যাম্পিয়নরা।