• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

সীমানায় ফিল্ডিংয়ে গিল, ‘সারা সারা’ ধ্বনিতে মুখর গ্যালারি

প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৩, ০৬:১০ পিএম

সীমানায় ফিল্ডিংয়ে গিল, ‘সারা সারা’ ধ্বনিতে মুখর গ্যালারি

ক্রীড়া ডেস্ক

বুধবার ইন্দোরে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডেতে ১১২ রান করেন শুভমান গিল। সেঞ্চুরি পান তার উদ্বোধনী সঙ্গী ও অধিনায়ক রোহিত শর্মাও। দুজনের অসাধারণ ব্যাটিংয়ে ৩৮৫ রানের ইমারত গড়েছিল ভারত। পরে শার্দুল ঠাকুর-কুলদীপ যাদবের বোলিং নৈপুণ্যে ৯০ রানে জেতেন স্বাগতিকরা। কিউইদের করেন হোয়াইটওয়াশ।

সেই ম্যাচেরই একপর্যায়ে সীমানায় ফিল্ডিং করতে যান গিল। তখন দর্শকরা গ্যালারি থেকে ‘সারা সারা...’ (গিলের কথিত প্রেমিকা) বলে চিৎকার করতে শুরু করেন। দর্শকদের স্লোগান শুনে বেশ মজা পান বিরাট কোহলি। অট্টহাসিতে মেতে উঠেছিলেন তিনি। একটু পর সবাইকে সেটি বারবার বলতে বলেন। 

তখন দর্শকরা বলতে থাকেন, ‘হামারি ভাবি ক্যায়সা হো, সারা ভাবি জ্যায়সা হো’ (আমাদের ভাবি কেমন হবে, সারা ভাবি যেমন হবে)। মজার এই মুহূর্তের ভিডিও ধারণ করেছেন খেলা দেখতে যাওয়া এক দর্শক। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে সেটি পোস্ট করেন তিনি। 

এটিই প্রথম নয়; হায়দরাবাদে প্রথম ওয়ানডেতেও গিল সীমানার কাছে ফিল্ডিং করতে গেলে দর্শকরা ‘সারা সারা...’ বলে চিৎকার করতে শুরু করেন। যদিও ২৩ বছর বয়সি ব্যাটসম্যান এ নিয়ে কোনো প্রতিক্রিয়া দেখাননি।

মূলত অনেক দিন ধরেই গুঞ্জন চলছে, অভিনেত্রী সারা আলি খানের সঙ্গে মন দেওয়া-নেওয়া চলছে গিলের। তবে কারও কারও দাবি, এই সারা মানে সাইফ আলি খানের মেয়ে নন, শচিন টেন্ডুলকারের মেয়ে সারা টেন্ডুলকার। তবে গিলের হৃদয়ে কোন সারা রয়েছেন, নাকি পুরোটাই গুজব— এ ব্যাপারে কেউ নিশ্চিত করতে পারেননি।

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ