• ঢাকা বৃহস্পতিবার
    ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

পিকের নতুন প্রেমিকা

প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৩, ০৪:৫৪ পিএম

পিকের নতুন প্রেমিকা

ক্রীড়া ডেস্ক

গত বছরের জুনে এক যৌথ বিবৃতিতে আলাদা হয়ে যাওয়ার ঘোষণা দেন ৪৫ বছর বয়সী পপ তারকা শাকিরা এবং ৩৫ বছর বয়সী স্পেনের তারকা ফুটবলার জেরার্ড পিকে।

সেই বিবৃতিতে তারা লিখেছিলেন, ‘আক্ষেপের সঙ্গে জানাচ্ছি, আমরা আলাদা হয়ে যাচ্ছি। সন্তানদের কল্যাণের জন্য আমরা এ মুহূর্তে গোপনীয়তা প্রত্যাশা করছি। বোঝার জন্য আগে থেকেই ধন্যবাদ ও শ্রদ্ধা।’

পিকে-শাকিরা ২০১১ সালের মার্চে সম্পর্কে জড়ানোর ঘোষণা দেন।  তাদের মিলান (১০) ও শাশা (৭) নামের দুই সন্তান রয়েছে।

ক্লারা চিয়া মার্তির কারণে পিকে-শাকিরার ১০ বছরের সম্পর্ক ভাঙে। অবশেষে নিজের প্রেমিকার ছবি প্রকাশ্যে আনলেন পিকে। ক্লারার সঙ্গে নিজের প্রথম ছবি সামনে নিয়ে এলেন এই স্প্যানিশ তারকা।

ইনস্টাগ্রামে ক্লারার সঙ্গে ছবি পোস্ট করার মধ্য দিয়ে নিজেদের প্রেমের আনুষ্ঠানিক ঘোষণাও দিলেন পিকে। যদিও অন্তরঙ্গ এ ছবি দিয়ে কিছু লেখেননি পিকে।

২৩ বছর বয়সী ক্লারা পরিচিত মুখ না হলেও পিকের প্রোডাকশন কোম্পানি কসমসের মাধ্যমে চলচ্চিত্র ও টেলিভিশন অনুষ্ঠানের কাজ করছেন বলে জানা গেছে।

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ