• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

মেসির স্মৃতিচারণে যা বললেন স্কালোনি

প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৩, ০৩:১০ এএম

মেসির স্মৃতিচারণে যা বললেন স্কালোনি

ক্রীড়া ডেস্ক

কাতার বিশ্বকাপে লিওনেল মেসির অধিনায়কত্বে ৩৬ বছরের শিরোপার খরা কাটায় আর্জেন্টিনা। টুর্নামেন্টে প্রত্যাশার চেয়েও ভালো খেলে গোল্ডেন বল জিতে নেন আর্জেন্টাইন এই সুপারস্টার।

শ্বাসরুদ্ধকর ফাইনালে ফ্রান্সকে হারিয়ে শিরোপা ঘরে তোলার মাসখানেক পর ট্রফি জয়ের সুখকর স্মৃতিচারণ করেন দলটির কোচসহ বেশ কিছু তারকা। সামাজিক যোগাযোগমাধ্যমে স্মৃতিচারণ পর্বে মেসিরে ভূয়সী প্রশংসা করেছেন স্কালোনি।

স্প্যানিশ গণমাধ্যমে এক সাক্ষাৎকারে স্কালোনি মেসির প্রশংসা করে বলেন, মেসি সত্যিকারের একজন ফুটবল নেতা। বিশ্বকাপে সবাই তা দেখেছে। শুধু মাঠেই নয়, মাঠের বাইরেও মানুষকে উজ্জীবিত করার ক্ষেত্রে তার প্রতিভা অসাধারণ। 

তিনি আরও বলেন, প্রত্যেক ব্যক্তিই কথা বলতে পারে, কে কোন উদ্দেশ্য নিয়ে কথা বলছে এবং কি বার্তা দিতে চাচ্ছে সেটাই বিষয়। যখন মেসি কথা বলে, সতীর্থরা চাতক পাখির মতো চেয়ে থাকে। সবার মধ্যে ভিন্ন এক অনুপ্রেরণার জন্ম হয়। সত্যি বলতে এটা অবিশ্বাস্য।

২০২১ কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলকে হারিয়ে ক্যারিয়ারে প্রথমবারের মতো বড় কোন আন্তর্জাতিক টুর্নামেন্টের শিরোপা ঘরে তুলেন মেসি। আর সেটাই ২০২২ কাতার বিশ্বকাপে আত্মবিশ্বাস জুগিয়েছে বলে মনে করেন স্কালোনি। 

তিনি বলেন, ব্রাজিলের কোপা আমেরিকার আসরটি মেসি দারুণভাবে উপভোগ করেছিল। সে কারণে এই টুর্নামেন্টে অন্য যেকোনো সময়ের তুলনায় সতীর্থদের সাথে খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করেছিল।

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ