কাতারে বিশ্বজয়ের পর কিছুটা ফুরসত মিললেও নিজ দেশে সংবর্ধনার ঝক্কিতে তেমন ছুটি কাটানো গেল আর কই। আর তাইতো বিশ্বকাপ জয়ের পর কথামতো ক্লাবে ফিরে আবারও পরিবারের সান্নিধ্যে।
পৃথিবীর সবচেয়ে সুখী পরিবারের ছবি?
বিশ্বকাপ জয়ের পর ক্লাবে ফিরেও চেনা ছন্দে ছিলেন লিওনেল মেসি। ক্লাবের হয়ে নিজের সবশেষ ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদোর সৌদি অলস্টারকে হারিয়ে দিয়েছে পিএসজি। প্রীতি ম্যাচটিতে দলের হয়ে প্রথম গোলটিও এসেছিল আর্জেন্টাইন ফুটবল জাদুকরের পা থেকে।
এদিকে, প্রীতি ম্যাচ শেষেই পরিবারসহ ছুটি কাটাতে বেরিয়ে পড়েছেন মেসি। জানা গেছে, সুইজারল্যান্ডের স্কি রিসোর্ট ক্রেন-মন্টানায় অবস্থান করছেন তারা। তবে পরিবারের সঙ্গে একান্তে সময় কাটালেও নিজের আপডেট সোশ্যাল মিডিয়ায় জানাচ্ছেন ঠিকই। সুইস আল্পসের ক্রেন-মন্টানায় পরিবারসহ মেসি। প্রকৃতির কোলে থেকে নিজেদের প্রতিমুহূর্তের আপডেট দিতেও ভুলছেন না তারা। ভালো করে খেয়াল করুন তো। এতক্ষণে হয়তো চিনতে পেরেছেন এরা কারা।ফুরফুরে মেজাজে মেসি।কিছুটা সময় থাকুক নিজেদের মতো করে। সন্তানদের সঙ্গে দারুণ উপভোগ্য সময় কাটছে মেসির।