• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছেন মেসি

প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৩, ১২:২৭ এএম

পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছেন মেসি

ছবিঃ সংগৃহীত

ক্রীড়া ডেস্ক

 

কাতারে বিশ্বজয়ের পর কিছুটা ফুরসত মিললেও নিজ দেশে সংবর্ধনার ঝক্কিতে তেমন ছুটি কাটানো গেল আর কই। আর তাইতো বিশ্বকাপ জয়ের পর কথামতো ক্লাবে ফিরে আবারও পরিবারের সান্নিধ্যে।

পৃথিবীর সবচেয়ে সুখী পরিবারের ছবি?

বিশ্বকাপ জয়ের পর ক্লাবে ফিরেও চেনা ছন্দে ছিলেন লিওনেল মেসি। ক্লাবের হয়ে নিজের সবশেষ ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদোর সৌদি অলস্টারকে হারিয়ে দিয়েছে পিএসজি। প্রীতি ম্যাচটিতে দলের হয়ে প্রথম গোলটিও এসেছিল আর্জেন্টাইন ফুটবল জাদুকরের পা থেকে।


এদিকে, প্রীতি ম্যাচ শেষেই পরিবারসহ ছুটি কাটাতে বেরিয়ে পড়েছেন মেসি। জানা গেছে, সুইজারল্যান্ডের স্কি রিসোর্ট ক্রেন-মন্টানায় অবস্থান করছেন তারা। তবে পরিবারের সঙ্গে একান্তে সময় কাটালেও নিজের আপডেট সোশ্যাল মিডিয়ায় জানাচ্ছেন ঠিকই। 

Lionel Messi, skiing, Crans-Montana, Valais, Switzerland, vacation, Antonella Roccuzzo, PSG, contract renewal
সুইস আল্পসের  ক্রেন-মন্টানায় পরিবারসহ মেসি। 
posteo messi nieve
প্রকৃতির কোলে থেকে নিজেদের প্রতিমুহূর্তের আপডেট দিতেও ভুলছেন না তারা। 
Hijos de messi mateo ciro Thiago
ভালো করে খেয়াল করুন তো। এতক্ষণে  হয়তো চিনতে পেরেছেন এরা কারা।
Messi frio
ফুরফুরে মেজাজে মেসি।
Messi antonela
কিছুটা সময় থাকুক নিজেদের মতো করে। 
Messi hijo
সন্তানদের সঙ্গে দারুণ উপভোগ্য সময় কাটছে মেসির।
Messi Antonela ciro thiago mateo

 

 

সাজেদ

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ