• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

প্রোটিয়াদের কাছে হেরে সুপার সিক্স মিশন শুরু বাংলাদেশের

প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৩, ০৩:৫৫ এএম

প্রোটিয়াদের কাছে হেরে সুপার সিক্স মিশন শুরু বাংলাদেশের

ছবিঃ সংগৃহীত

ক্রীড়া ডেস্ক

পরাজয় দিয়ে মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটে সুপার সিক্স মিশন শুরু করলো বাংলাদেশ। প্রথম ম্যাচে সাউথ আফ্রিকার কাছে ৫ উইকেটে হেরেছে দিশা বিশ্বাসেরা। 

২৫ জানুয়ারি পরবর্তী ম্যাচে আরব আমিরাতকে হারাতে পারলে পয়েন্ট টেবিলে এগিয়ে থাকায় সেমিফাইনাল নিশ্চিতের সম্ভাবনা থাকছে টাইগ্রেসদের। 

শনিবার পচেফস্ট্রুমে স্বাগতিকদের মুখোমুখি হয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১০৬ রান সংগ্রহ করে সুইমায়া-প্রত্যাশারা। ১০৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৫ উইকেট ও ৭ বল হাতে রেখে জয় তুলে নেয় প্রোটিয়ানরা। ব্যাট করতে নেমে ভালো শুরু পায়নি বাংলাদেশ। চতুর্থ ওভারে ওপেনার মিস্টি শাহার উইকেট তুলে নেন জিম্মা বোথা। ২৬ রানে উইকেট হারিয়ে মন্থর গতিতে এগুতে থাকে আফিয়া প্রত্যাশা ও দিলারা আকতার। দশম ওভারের শেষ বলে কায়লা রেনেকের বলে দলীয় ৫১ রানে ফেরেন দিলারা। দিলারার পর বেশি সময় মাঠে টিকতে পারেননি প্রত্যাশা। 

১২তম ওভারের প্রথম বলে ৫৬ রানে টাইগ্রেস ওপেনারকে ফেরান তিনি। ৩৩ বলে ২১ রান করেন প্রত্যাশা। তিন উইকেট হারিয়ে টাইগ্রেসরা চাপে থাকলেও ফেরার চেষ্টা করেন স্বর্ণা ও সুমাইয়া আক্তারের জুটি। ১৬তম ওভারে দলীয় ৮৭ রানে কায়লার বলে পরাস্ত হন স্বর্ণা। ১৮ বলে ২০ রান করেন স্বর্ণা। একই ওভারে রানের খাতা না খুলেই কায়লার চতুর্থ শিকার হন মারুফা আক্তার। সুমাইয়া ও রাবেয়ার রানের জুটিতে ১০৬ রানে থামে টাইগ্রেসদের ইনিংস। ইনিংসের শেষ মিয়া স্মিথের শিকার হন সুমাইয়া। ২৮ বলে ২৪ রান করেন তিনি। সাউথ আফ্রিকার হয়ে বল হাতে দুর্দান্ত ছিলেন কায়লা রেনেকে। চার ওভারে ১৯ রান দিয়ে তুলে নেন ৪ উইকেট। ১০৭ রানের মামুলি লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। ইনিংসের তৃতীয় ওভারে দলীয় ৪ রান আডট হন ইলান্দ্রি জানসে ভ্যান রেন্সবার্গ। 

সপ্তম ওভারে দলীয় ৩০ রানে সিমোন লরেন্সকে ফেরান রাবেয়া। ২২ বলে ২৬ রান করেন সিমোন। ৮ম ওভারে প্রোটিয়ান আরও দুই ব্যাটারকে ফেরান রাবেয়া। দলীয় ৩৩ রানে ৪ উইকেট হারানোর পর হাল ধরেন ম্যাডিসন ল্যান্ডসম্যান ও কারাবো মেসো। ৭০ রানের জুটিতে জয়ের ভীত পায় স্বাগতিকরা। ১০৩ রানে ৩৮ বলে ৩৭ রান করে আউট হন ম্যাডিসন ল্যান্ডসম্যান। তবে অলুহলে সিয়োকে সঙ্গে নিয়ে প্রোটিয়ানদের জয় নিশ্চিত করেন কারাবো মেসো। কারাবো মেসো ৩০ বলে ৩২ ও অলুহলে সিয়ো ১ বলে ১ রানে অপরাজিত থাকেন। টাইগ্রেসদের মধ্যে রাবেয়া খান নেন ৩ উইকেট। 

 

সাজেদ/এআরআই

 

 

 

 

 

 

 


 

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ