• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

বিশ্বকাপের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ

প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৩, ০২:৫২ এএম

বিশ্বকাপের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ

১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। ফাইল ছবি

ক্রীড়া ডেস্ক

আগামী মাসের ১০ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকায় বসবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর। এই টুর্নামেন্ট সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। ফাইল ছবি

শনিবার (২১ জানুয়ারি) নিগার সুলতানা জ্যোতিকে অধিনায়ক করে বিসিবি ১৫ সদস্যের দল দিয়েছে। সেই দলে সুযোগ পেয়েছেন অনূর্ধ্ব-১৯ দল বিশ্বকাপ স্কোয়াড থেকেও। তারা হলেন: পেসার মারুফা আক্তার, দিলারা আক্তার, দিশা বিশ্বাস ও স্বর্ণা আক্তার। স্বর্ণা জাতীয় দলে ডাক পেয়েছেন প্রথমবার।
দল থেকে বাদ পড়েছেন শারমিন আক্তার, ফারজানা হক, সানজিদা আক্তার, রাবেয়া খান ও ফারিহা ইসলাম। ফারিহা ছাড়া এদের সবাই আছেন স্ট্যান্টবাই দলে।

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাফল্য ও আদ্যোপান্ত
বাংলাদেশ দল

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), মারুফা আক্তার, দিলারা আক্তার, ফাহিমা খাতুন, সালমা খাতুন, জাহানারা আলম, শামিমা সুলতানা, রুমানা আহমেদ, লতা মন্ডল, স্বর্ণা আক্তার, নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, রিতু মনি, দিশা বিশ্বাস ও সোবহানা মোস্তারি।

স্ট্যান্ডবাই

রাবেয়া, সানজিদা আক্তার, ফারজানা হক ও শারমীন আক্তার।

 

সাজেদ/

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ