• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

মেসিদের বিপক্ষে হেরেই মধ্যপ্রাচ্যে অভিষেক রোনালদোর

প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৩, ০৫:৪০ পিএম

মেসিদের বিপক্ষে হেরেই মধ্যপ্রাচ্যে অভিষেক রোনালদোর

ক্রীড়া ডেস্ক

মেসি-নেইমারদের বিপক্ষে হেরেই মধ্যপ্রাচ্যের মাটিতে অভিষেক হয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর। রিয়াদের কিং আল ফাহাদ স্টেডিয়ামে আল নাসের ও আল হিলালের সম্মিলিত দলকে ৫-৪ গোলে হারায় পিএসজি। 
অভিষেকের দিন জোড়া গোল পেয়েছেন পর্তুগিজ কিংবদন্তি। ফরাসি ক্লাবের হয়ে মেসি-এমবাপেও পেয়েছেন গোল। পেনাল্টিতে ব্যর্থ হওয়ায় গোল বঞ্চিত ছিলেন নেইমার। 
বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১০:৪৫ মিনিটে ম্যাচ পূর্ব আনুষ্ঠানিকতায় ছিলেন বলিউড কিংবদন্তি অমিতাভ বচ্চন। আনুষ্ঠানিকতা শেষে ১১টায় বল মাঠে গড়ায়। 
ম্যাচ শুরুর দুই মিনিটেই গোল পান মেসি। নেইমারের বাড়ানো বলে জালে পাঠাতে ভুল করেননি মেসি। ২৪ মিনিটে মেসির বাড়ানো বলকে জালে পাঠান এমবাপে। অফসাইড হওয়ায় গোল বঞ্চিত হন ফরাসি ফরোয়ার্ড। 
৩৪ মিনিটে রোনালদোকে ফাউল করেন পিএসজি গোলরক্ষক নাভাস। পেনাল্টি পেয়ে সৌদি ক্লাবের হয়ে প্রথম গোলের দেখা পান ৫ বারের ব্যালন ডি‍‍`অর জয়ী মহাতারকা। 
৩৯ মিনিটে সালেম আল দাউসেরিকে ফাউল করেন পিএসজি ডিফেন্ডার বেরনেট। লাল কার্ড দেখায় মাঠ ত্যাগ করতে হয় তাকে। ৪৩ মিনিটে মারকুইনহোসের পাস থেকে গোল পান এমবাপে। 
প্রথমার্ধের অতিরিক্ত তিন মিনিটে পেনাল্টি পায় পিএসজি। নেইমারের নেয়া শট ঠেকিয়ে দেন মোহোম্মেদ আল ওয়াইস। এতে গোল বঞ্চিত হন ব্রাজিলিয়ান তারকা।  
১০ জনের দলের বিরুদ্ধে রোনালদো দ্বিতীয় গোল পান প্রথমার্ধের অতিরিক্ত ৬ মিনিটে। ২-২ সমতায় প্রথমার্ধ শেষ করে দুই দল। 
৫৩ মিনিটে এমবাপের পাঠানো বলে গোল পান সর্জিও রামোস। ৫৬ মিনিটে আর্জেন্টান মিডফিল্ডার গঞ্জালো মার্টিনেজের বাড়নো বলে রোনালদোদের সমতায় ফেরান জ্যাং হুয়ান সো। 
৬০ মিনিটে আবারও পেনাল্টি পায় পিএসজি। এবার গোল আদায় করে নেন এমবাপে। ফরাসি ক্লাব ৪-৩ গোলে এগিয়ে গেলে মাঠ ছাড়েন রোনালদো, মেসি, নেইমার, এমাবাপে ও নাভাসরা।
৭৬ মিনিটে সম্মিলিত দলের জালে বল পাঠান বদলি খেলোয়াড় হিসেবে নামা হুগো একিতেকে। ম্যাচর শেষ মিনিটে গোল শোধ করেন টালিস্কা। ফলে ৫-৪ গোলে জয় পায় পিএসজি। 
ঐতিহাসিক ম্যাচটিতে ম্যান অব ম্যাচ নির্বাচিত হয়েছেন রোনালদো। ম্যাচ শেষে পুরোনো সতীর্থ রামোস ও নাভাসের সঙ্গেই খোশালাপ করতে দেখা যায় কিংবদন্তিকে। 
আর্জেন্টাইন মহাতারকাকে ম্যাচ শেষ গল্প করতে দেখা যায় সম্মিলিত দলের কোচ মার্সেলো গ্যালার্দোর সঙ্গে। আর্জেন্টাইন কোচের পাশাপাশি তাকে দেখা গেছে নেইমারের সঙ্গে অট্টহাসিতে।

 

 

এ আর আই/ এনএমএম

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ