• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

রাতে মুখোমুখি হচ্ছেন মেসি-রোনালদো

প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৩, ১০:৫৬ পিএম

রাতে মুখোমুখি হচ্ছেন মেসি-রোনালদো

ক্রীড়া ডেস্ক

প্রীতি ম্যাচে রাতে মুখোমুখি হচ্ছেন দুই কিংবদন্তি লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। বাংলাদেশ সময় রাত ১১টায় সৌদি আরবের কিং আল ফাহাদ স্টেডিয়ামে পিএসজির বিপক্ষে নামবে আল নাসের ও আল হিলালের সম্মিলিত একাদশ।

ম্যাচে পিএসজির জার্সিতে নামবেন মেসি, নেইমার, এমবাপে, সার্জিও রামোস ও হাকিমির মতো তারকারা। অন্যদিকে এ ম্যাচ দিয়েই মধ্যপ্রাচ্যের মাটিতে অভিষেক হচ্ছে পর্তুগিজ মহাতারকার, রোনালদো থাকছেন দুই সৌদি ক্লাবের সম্মিলিত দলের অধিনায়ক।

ঐতিহাসিক ম্যাচটি সামনে রেখে বুধবার কাতারের দোহার খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুশীলন করেছে পিএসজি। রিয়াদে নিজেদের ঝালিয়ে নিয়েছেন রোনালদোরা।

মেসি-রোনালদোর দ্বৈরথ আরেকবার দেখা যাবে, ম্যাচ ঘিরে তাই আগ্রহের পারদ বেড়ে গেছে। ম্যাচের টিকিট শেষ হয়ে গেছে এক সপ্তাহ আগে। ৬৮ হাজার দর্শক ধারণক্ষমতার স্টেডিয়ামটির টিকিট পেতে অনলাইনে আবেদন করেছিলেন প্রায় ২০ লাখ ফুটবলপ্রেমী। দুই মহারথীর লড়াইয়ের একটি বিশেষ টিকিটের দাম ছাড়িয়ে গেছে ২৭ কোটি টাকা।

দুই দলের সম্ভাব্য একাদশ
পিএসজি: লিওনেল মেসি, নেইমার, কাইলিয়ান এমবাপে, সার্জিও রামোস, আশরাফ হাকিমি, জিয়ানলুইজি দোন্নারুমা (গোলকিপার) রেনাতো সানচেজ, ভিতিনহা, কার্লোস সোলার, হুয়ান বেরনাট ও বিটশিয়াবু।

সম্মিলিত একাদশ: ক্রিস্টিয়ানো রোনালদো, মুসা মারেজা, মোহামেদ আল-ওয়াইস (গোলকিপার), ওডিওন গালহো, এন্ডারসন টালিস্কা, গুসতাবো কুলার, মুসাব আল যুবায়ের, মোহাম্মেদ আল-ব্রিক, আলী আল-বুলাইহি, আলভারো গঞ্জালেজ ও গিসলেইন কোনান।

এআরআই

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ