• ঢাকা শনিবার
    ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৪ পৌষ ১৪৩১

মোহামেডানের ১৭ জন করোনা পজেটিভ

প্রকাশিত: জুন ২২, ২০২১, ১২:৪৯ এএম

মোহামেডানের ১৭ জন করোনা পজেটিভ

প্রতীক ওমর

লিগ ফেরার দিনে প্রিমিয়ার ফুটবল লিগে শুক্রবার চির প্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেডের মুখোমুখি হবে মোহামেডান স্পোর্টিং ক্লাব। কিন্তু এর আগেই সাদা-কালো শিবির করোনাভাইরাসের থাবায় জেরবার। ১২ জন ফুটবলার, কোচ শন লেন সহ আক্রান্ত হয়েছেন ১৭ জন।।
প্রথমে আটজনের করোনা শনাক্তের খবরের পর বাকি ৯ জনের পরীক্ষার ফল এসেছে কাল। মোহামেডান কোচ লেন নিজ বাসায় আছেন আইসোলেশনে এবং খেলোয়াড়েরা আইসোলেশনে আছেন ক্লাবে।
সোমবার সংবাদ মাধ্যমকে মোহামেডানের পরিচালক এবং ফুটবল দলের ম্যানেজার আবু হাসান চৌধুরী প্রিন্স এ তথ্য জানিয়েছেন। 
ক্লাবের পরিচালক ও ফুটবল সম্পাদক আবু হাসান চৌধুরী, আমাদের ১২ জন খেলোয়াড়সহ মোট ১৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে কোচ শন লেনও আছেন। এমতাবস্থায় আবাহনীর বিপক্ষে ম্যাচটি খেলা সম্ভব হবে না বলেও জানিয়েছেন তিনি। মঙ্গলবার বাফুফে বরাবর আবেদন করা হবে বলেও জানিয়েছেন আবু হাসান।
লিগে ১৮ ম্যাচ খেলে ২৮ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে আছে  মতিঝিল পাড়ার ঐতিহ্যবাহী ক্লাবটি। সর্বশেষ তিন ম্যাচেই জয় পেয়েছে তারা। শীর্ষে থাকা বসুন্ধরা কিংসের চেয়ে ১৫ পয়েন্ট পিছিয়ে আছে তারা।
আহাদ/ 




 

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ