প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৩, ১২:৫৫ এএম
দীর্ঘ ৩৬ বছর পর আর্জেন্টনার বিশ্বকাপ জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন লিওনেল মেসি। বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনা তারকার ব্র্যাণ্ড ভ্যালু চড়েছে বেশ। আর সেটাকেই কাজে লাগিয়ে মেসির একটি জার্সি বিক্রি করে অর্ধকোটি টাকা আয় করছে তার ক্লাব পিএসজি।
বিশ্বকাপ জেতার পর পিএসজির হয়ে লিগ ওয়ানে অঁসের বিপক্ষ প্রথম ম্যাচ খেলতে নামে লিওনেল মেসি। তার সে ম্যাচে পরা জার্সি নিলামে তুলে আকাশছোঁয়া দাম পেয়েছে প্যারিসের ক্লাবটি।
ফরাসি সংবাদমাধ্যম লে’প্যারিসিয়ান জানাচ্ছে, অঁসের বিপক্ষে ২-০ গোলে জেতার ম্যাচে মেসির পরা পিএসজির ৩০ নম্বর জার্সিটি বিক্রি হয়েছে ৪৩ হাজার ৬২৩ ইউরোতে। বাংলাদেশি মুদ্রায় যেটা প্রায় ৫০ লাখ টাকা।
নিলাম থেকে আর্জেন্টাইন তারকার এ জার্সিটি কিনে নেন একজন চীনা নাগরিক। মেসির জার্সি পেতে প্রথমে তিনি ২২ হাজার ইউরো দাম হাঁকান। কাজ না হওয়ায় সাতবারের প্রচেষ্টায় তিনি ৪৩ হাজার ৬২৩ ইউরো খরচে জার্সিটি কিনে নিতে সক্ষম হন।
একই নিলামে লাতিন আমেরিকার আরেক তারকা নেইমার জুনিয়রের জার্সিও বিক্রি হয়েছে। সেটি বিক্রি হয়েছে ৭ হাজার ৮৯৪ ইউরোতে।
এর আগেকিলিয়ান এমবাপ্পের জার্সি নিলামে বিক্রি হয়েছিল ১৪ ও ১৫ হাজার ইউরোতে।