• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ফাইনালে শেষ পেনাল্টির সময় বিড়বিড় করে যা বলছিলেন মেসি

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৩, ১২:৩৯ এএম

ফাইনালে শেষ পেনাল্টির সময় বিড়বিড় করে যা বলছিলেন মেসি

ক্রীড়া ডেস্ক

কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। চ্যাম্পিয়ন হয়েছেন লিওনেল মেসি। নিজের পঞ্চম বিশ্বকাপে এসে শিরোপা ছুঁয়ে দেখেছেন কিংবদন্তি লিও। তাও দুর্দান্ত এক ফাইনালে। অনেকের চোখে আর্জেন্টিনা-ফ্রান্সের ফাইনাল ম্যাচটি ইতিহাস সেরা।

যে ম্যাচ নির্ধারিত সময়ে ২-২ গোলের সমতায় শেষ হয়। অতিরিক্ত সময়েও দুই দল একটি করে গোল করে। যেখানে কিলিয়ান এমবাপ্পে হ্যাটট্রিক করে দুর্দান্ত কামব্যাকের গল্প লিখেছেন। শেষ পর্যন্ত আকাশি-সাদা জার্সির দলটি টাইব্রেকারে শেষ হাসি হেসে শিরোপা জিতেছে।

ওই ম্যাচে দুটি পেনাল্টি শট মিস করে ফ্রান্স। আর্জেন্টিনার ডিফেন্ডার গঞ্জালো মন্টিয়েল আসেন শট নিতে। তিনি গোল করলেই চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এমন সময় মেসিকে কিছু একটা বিড়বিড় করে বলতে দেখা যায়। কি বলছিলেন পিএসজি’তে খেলা লিও?

সংবাদ মাধ্যম দাবি করেছে, মেসি ওই সময় আকাশের দিকে মুখ তুলে বলছিলেন, ‘পিউদে সার হোয়, আবু।’ যার বাংলা করলে দাঁড়ায়, ‘দাদি, এটা আজই হতে পারে।’ মেসি সাধারণত গোল করলে দুই হাত উচিয়ে আকাশের দিকে মুখ তুলে উদযাপন করেন। শৈশবের তার জীবনে দাদির বড় প্রভাব ছিল। যিনি ১৯৯৮ সালে মারা গেছেন। এরপর থেকেই নাকি দাদির স্মরণে ওভাবে উদযাপন করেন তিনি। 

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ