• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

মেসির দুর্দান্ত পাস, এমবাপ্পের অবিশ্বাস্য মিস (ভিডিও)

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৩, ০১:৫২ পিএম

মেসির দুর্দান্ত পাস, এমবাপ্পের অবিশ্বাস্য মিস (ভিডিও)

ক্রীড়া ডেস্ক

লিগ ওয়ানের ম্যাচে রেঁনের কাছে হেরে গেছে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। রবিবার রাতে ১-০ গোলে হেরেছে মেসি-নেইমার-এমবাপ্পেরা। মেসি ও নেইমার শুরুর একাদশে থাকলেও, ছিলেন না কিলিয়ান এমবাপ্পে ও আশরাফ হাকিমি। ম্যাচে প্রথমার্ধ ছিল গোলশূন্য।

ম্যাচের ৫৬তম মিনিটে জোড়া পরিবর্তন আনেন পিএসজি কোচ ক্রিস্টাফ গালতিয়ের। হুগো একিতিকে ও নর্দি মুকিয়েলের জায়গায় নামান এমবাপ্পে ও আশরাফ হাকিমিকে। ৬৫তম মিনিটে গোল হজম করে পিএসজি। এই গোলটি পরিশোধ করতে পারেননি মেসিরা।

৭০ মিনিটের সময় গোল করার দারুণ একটি সুযোগ পেয়েছিলেন এমবাপ্পে। মাঝমাঠ থেকে উঁচু করে এমবাপ্পের উদ্দেশ্যে বল বাড়িয়েছিলেন মেসি। ক্ষিপ্র গতিতে বল ধরেন এমবাপ্পে। সে সময় রেঁনের গোলরক্ষক ছাড়া আর কেউ ছিলেন না এমবাপ্পের সামনে। কিন্তু গোলে শটই রাখতে পারেননি এমবাপ্পে। আকাশে তুলে মারেন বিশ্বকাপে ‘গোল্ডেন বুট’ পাওয়া এই তারকা।

শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছাড়েন মেসি-নেইমার-এমবাপ্পে ত্রয়ী। এই হারের পরও লিগ ওয়ানের শীর্ষে আছে পিএসজি। ১৯ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৪৭। সমান ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে দুইয়ে লেঁস।

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ