• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

মৃত্যুর দুয়ার থেকে ফিরে যা বললেন ঋষভ পন্থ

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৩, ০৪:০৩ এএম

মৃত্যুর দুয়ার থেকে ফিরে যা বললেন ঋষভ পন্থ

ক্রীড়া ডেস্ক

বড় ফাঁড়া গেছে ঋষভ পন্থের ওপর দিয়ে। ভারতীয় এই তারকা উইকেটকিপার ব্যাটসম্যান মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছেন।

গত ৩০ ডিসেম্বর উত্তরাখণ্ডে ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়েছিলেন পন্থ। সেই ঘটনার ১৭ দিন পর মুখ খুললেন তিনি।

সোমবার বিকালে দুটি টুইট করেছেন পন্থ। সেখানে তিনি লিখেন, দুর্ঘটনার পর থেকে যে ভালোবাসা এবং শুভেচ্ছা পেয়েছি তাতে আমি আপ্লুত এবং কৃতজ্ঞ। আমার অস্ত্রোপচার সফল হয়েছে, এটা জানাতে পেরে খুব খুশি। ক্রিকেটে ফেরার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আমার পাশে থাকার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড, সচিব জয় শাহ এবং সরকারি দলের কর্মকর্তাদের ধন্যবাদ।

দ্বিতীয় একটি টুইটে পন্থ লিখেছেন- সব সমর্থক, সতীর্থ, চিকিৎসক এবং ফিজিওকে হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই। প্রতিনিয়ত উৎসাহ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। সবাইকে মাঠে দেখার জন্য অপেক্ষা করছি।

পন্থের ডান পায়ের হাঁটু ও পায়ের গোড়ালির লিগামেন্টে অস্ত্রোপচার হয়। তিনি এখন কোকিলাবেন ধীরুভাই অম্বানি হাসপাতালের ক্রীড়া বিজ্ঞান এবং সুস্থতা বিভাগের প্রধান বৈভব দাগার চিকিৎসাধীন। ছয় সপ্তাহ পর তার ডান পায়ে আরও একটি অস্ত্রোপচার হওয়ার কথা। আগামী আট থেকে নয় মাস মাঠের বাইরে থাকতে হবে পন্থকে। ফলে অক্টোবর-নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপ খেলা অনিশ্চিত।

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ