• ঢাকা বৃহস্পতিবার
    ১৪ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

প্যারাগুয়ে অস্বস্তিকর প্রতিপক্ষ : আর্জেন্টিনা কোচ

প্রকাশিত: জুন ২১, ২০২১, ০৬:৫৭ পিএম

প্যারাগুয়ে অস্বস্তিকর প্রতিপক্ষ : আর্জেন্টিনা কোচ

ক্রীড়া ডেস্ক

উরুগুয়ের বিপক্ষে জয়ের স্মৃতি সঙ্গী করেই প্যারাগুয়ে বধের পরিকল্পনা আটছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। তবে কাজটা খুব সহজ হবে না। কারণ এই প্রতিপক্ষের বিপক্ষে সর্বশেষ চার ম্যাচে জয়হীন আলবিসেলেস্তেরা। মঙ্গলবার (২২ জুন) সকালে মাঠে নামার আগে প্যারাগুয়েকে অস্বস্তিকর প্রতিপক্ষ বলে মন্তব্য করেছেন মেসিদের কোচ।

লিওনেল স্কালোনি বলেন, ‘প্যারাগুয়ে খুবই অস্বস্তিকর এবং কঠিন প্রতিপক্ষ, যারা নিজেদের খেলাটা জানে এবং তাদের দারুণ একজন কোচ আছে।

গুঞ্জন আছে এই ম্যাচে লাউতারো মার্টিনেজকে বসিয়ে অভিজ্ঞ সার্জিও আগুয়েরোকে শুরুর একাদশে দেখা যাবে। তবে স্কোলানি এখনই ম্যাচের একাদশের কথা বলতে নারাজ। বিষয়ে আর্জেন্টিনা কোচ বলেন, ‘যারা তুলনামূলকভাবে ভালো, তারাই খেলবে। দলের সবার প্রতি আস্থা আছে আমাদের। দলে যে ২৮ জন আছে, তারা সবাই খেলার যোগ্যতা রাখে শুরুর একাদশে।

প্যারাগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার সর্বশেষ জয় ২০১৫ কোপা আমেরিকায়। সে ম্যাচে - গোলের বড় ব্যবধানে জয় পায় লিওনেল মেসিরা। যদিও সে ম্যাচের গোলের দেখা পেয়েছিলেন না ক্ষুদে জাদুকর। তবে কোপা আমেরিকায় এখন প্যারাগুয়ের কাছে হারেনি আর্জেন্টিনা। ১৯ জয়ের বিপরীতে ড্র করেছে ছয়টি মাচে।

বিশ্বকাপ বাছাইসহ টানা চার ম্যাচ পর কাঙ্ক্ষিত জয়ের দেখা পেয়েছে আর্জেন্টিনা। কোপা আমেরিকায় নিজেদের দ্বিতীয় ম্যাচে উরুগুয়েকে - গোলে হারিয়ে পূর্ণ পয়েন্ট অর্জন করেছে লিওনেল স্কালোনির শিষ্যরা। জয়ের এই ধারা পরের ম্যাচেও ধরে রাখতে চায় আলবিসেলেস্তেরা। সেই লক্ষ্য নিয়েই মঙ্গলবার (২২ জুন) বাংলাদেশ সময় সকাল ৬টায় প্যারাগুয়ের মুখোমুখি হতে যাচ্ছে ১৪ বারের খেতাবজয়ীরা।

জেডআই/নির্জন

আর্কাইভ