• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

রোনালদোর সঙ্গে বিবাদ প্রসঙ্গে মুখ খুললেন বেনজেমা

প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৩, ০৮:২৫ পিএম

রোনালদোর সঙ্গে বিবাদ প্রসঙ্গে মুখ খুললেন বেনজেমা

ক্রীড়া ডেস্ক

সৌদি আরবে রিয়াল মাদ্রিদের ট্রেনিং সেশনে গিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। সাবেক সতীর্থদের সঙ্গে দেখা করেছেন। পর্তুগিজ মহাতারকার সঙ্গে ছবি তুলে পোস্টও করেছেন অনেকে। ছবিতে দেখা যায়নি করিম বেনজেমাকে। তাতে কথা ছড়ায় সাবেক সতীর্থের সঙ্গে বিবাদে জড়িয়েছেন ফরাসি ফরোয়ার্ড। যা নিয়ে কথা বলতে হল বেনজেমাকে।

‘আমাদের মাঝে কোনো বিবাদ নেই। আমরা বন্ধু, তাই ছবি তোলার প্রয়োজন নেই। অন্যরা ছবি তুলেছে ইনস্টাগ্রাম বা টুইটারের জন্য, সেটা অন্য বিষয়।’ বলেছেন বর্তমান ব্যালন ডি’অর জয়ী রিয়াল ফরোয়ার্ড।

‘আমাদের একে অপরকে শুভেচ্ছা জানানোর সময় ছিল না। আমি তখন প্রশিক্ষণ নিচ্ছিলাম। অল্পসময়ের মাঝে রোনালদোও চলে যায়। আশা করি আগামীকাল তাকে স্টেডিয়ামে দেখতে পাবো এবং তার সাথে কিছুক্ষণ কথা বলতে পারব।’

রোববার বাংলাদেশ সময় রাত ১টায় স্প্যানিশ সুপার কাপে শিরোপা লড়াইয়ে রিয়াদের কিং আল ফাহাদ স্টেডিয়ামে নামবে লস ব্লাঙ্কোসরা, প্রতিপক্ষ আরেক স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। আল নাসেরে নাম লেখানোর পর সৌদি আরবেই আছেন রোনালদো।

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ