• ঢাকা শুক্রবার
    ১০ জানুয়ারি, ২০২৫, ২৬ পৌষ ১৪৩১

আর্জেন্টিনার সামনে এবার প্যারাগুয়ে

প্রকাশিত: জুন ২১, ২০২১, ০৫:১৭ পিএম

আর্জেন্টিনার সামনে এবার প্যারাগুয়ে

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপ বাছাইসহ টানা চার ম্যাচ পর কাঙ্ক্ষিত জয়ের দেখা পেয়েছে আর্জেন্টিনা। কোপা আমেরিকায় নিজেদের দ্বিতীয় ম্যাচে উরুগুয়েকে - গোলে হারিয়ে পূর্ণ পয়েন্ট অর্জন করেছে লিওনেল মেসির দল। জয়ের এই ধারা পরের ম্যাচেও ধরে রাখতে চায় আলবিসেলেস্তেরা। সেই লক্ষ্য নিয়েই মঙ্গলবার (২২ জুন) বাংলাদেশ সময় সকাল ৬টায় প্যারাগুয়ের মুখোমুখি হতে যাচ্ছে ১৪ বারের খেতাব জয়ীরা।

দুই ম্যাচে সমান এক জয় আর এক ড্রয়ে পয়েন্ট নিয়ে চিলির সঙ্গে যৌথভাবেগ্রুপের শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। সব আসর মিলিয়ে টানা চার ম্যাচ ড্র করার পর উরুগুয়ের বিপক্ষে জয় পায় আর্জেন্টিনা। এতে অনেকটাই ফুরফুরে মেসি বাহিনী। তৃতীয় ম্যাচে জয়ের এই ধারাবাহিকতা ধরে রাখতে চায় লিওনেল স্কালোনির শিষ্যরা।

জয়ের ধারা অব্যাহত রেখে গ্রুপ সেরা হয়ে পরের রাউন্ডে যেতে চায় আর্জেন্টিনা। আর সেজন্য প্যারাগুয়ে বলিভিয়ার বিপক্ষে জয়ের বিকল্প নেই মেসিদের সামনে। তবে কাজটা মোটেও সহজ হবে না। উরুগুয়ের বিপক্ষে জিতলেও প্যারাগুয়ের সঙ্গে কঠিন লড়াই অপেক্ষা করছে আলবিসেলেস্তেদের। কারণ, আগের ম্যাচে পিছিয়ে পড়েও বলিভিয়ার জালে টানা তিনবার বল ঠেলে দিয়েছে প্যারাগুয়ে।

উরুগুয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ জয়ে আত্মবিশ্বাস বাড়লেও ফরোয়ার্ডদের নিয়ে হতাশ আর্জেন্টাইন কোচ স্কালোনি। তাই প্যারাগুয়ের বিপক্ষে সার্জিও আগুয়েরোকে মাঠে নামাতে চান তিনি। ক্ষেত্রে আগুয়েরোকে জায়গা দিতে সাইড বেঞ্চে বসতে হবে নিকোলাস গঞ্জালেসকে। এক বছর সাত মাস পর আগুয়েরো ফিরবেন জাতীয় দলের প্রথম একাদশে।

উরুগুয়ের বিপক্ষে ম্যাচে জাতীয় দলের হয়ে প্রথমক্লিনশিটপেয়েছেন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। সেটার ধারাবাহিকতা ধরে রাখার চ্যালেঞ্জ তার সামনে। লেয়ান্দ্রো পারেদেস চোটমুক্ত হয়ে ফিরলেও একাদশে জায়গা পাবেন না। তার জায়গায় সুযোগ পেয়ে উরুগুয়ের জালে বল জড়িয়ে আর্জেন্টিনাকে জয় এনে দেন গুইদো রদ্রিগেজ। ডিফেন্স মিডফিল্ডে দারুণ কার্যকর ছিলেন রিয়াল বেতিসের এই ডিফেন্সিভ মিডফিল্ডার। মাঝমাঠে জিওভান্নি লো সেলসো উরুগুয়ে ম্যাচে খেলেছেন নিখুঁত ফুটবল।

অন্যদিকে প্যারাগুয়ের প্রথম চ্যালেঞ্জ লিওনেল মেসিকে আটকানো। আর্জেন্টিনা অধিনায়ক প্রতি ম্যাচেই খেলছেন ব্যবধান গড়ে দেয়া ফুটবল। আক্রমণভাগে লাওতারো মার্তিনেজের সঙ্গে অভিজ্ঞ সার্জিও আগুয়েরো। প্যারাগুয়ে রক্ষণের জন্য কঠিন পরীক্ষাই অপেক্ষা করছে। তবে আর্জেন্টাইনদের ভাবাচ্ছে প্যারাগুয়ের বিপক্ষে তাদের সাম্প্রতিক পারফরম্যান্স। শেষ পাঁচ ম্যাচে প্যারাগুয়েকে আর্জেন্টিনা হারিয়েছে দুইবার। এর মধ্যে হেরেছেও এক ম্যাচে। তবে শেষ দুই ম্যাচ ড্র। মুখোমুখি পরিসংখ্যানে অনেকটাই এগিয়ে আর্জেন্টিনা। ১০৮ দেখায় আর্জেন্টিনার জয় ৫৮ ম্যাচে। বিপরীতে প্যারাগুয়ে জিতেছে ১৬ ম্যাচ।

সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১৫ ম্যাচ অপরাজিত আর্জেন্টিনা। শেষবার মেসিরা হারের স্বাদ পেয়েছিল কোপা আমেরিকাতেই। ২০১৯ সালের আসরে ব্রাজিলের কাছে সেমিফাইনালে হেরে বিদায় নিয়েছিল আর্জেন্টিনা। বলিভিয়ার বিপক্ষে - গোলের উড়ন্ত জয়ে আসর শুরু করলেও কোপা আমেরিকায় প্যারাগুয়ের সাম্প্রতিক রেকর্ড সুখকর নয়। বলিভিয়া ম্যাচের আগে ১১ ম্যাচ জয়হীন ছিল দুইবারের চ্যাম্পিয়নরা। সেদিন ফরোয়ার্ড আনহেল রোমেরোর জোড়া গোলে জয়খরা কাটায় প্যারাগুয়ে। আর্জেন্টিনার বিপক্ষেও প্যারাগুয়ের আক্রমণভাগে ভরসা জোগাবেন আনহেল রোমেরো।

জেডআই/এম. জামান

আর্কাইভ