প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৩, ১০:৩৩ পিএম
নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়াকে ১৩০ রানের বেশি করতে দেয়নি বাংলাদেশের মেয়েরা।
শনিবার (১৪ জানুয়ারি) দক্ষিণ আফ্রিকার বেননিতে অবস্থিত উইলোমুর পার্কে উদ্বোধনী ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে নেমে শুরুটা দারুণ করেছিল ইয়াং টাইগ্রেসরা।
টাইগ্রেস অধিনায়ক দিশা বিশ্বাসের জোড়া আঘাতে কিছুটা চাপে ছিল অজি মেয়েরা। ইনিংসের দ্বিতীয় ওভারেই আঘাত হানেন দিশা। ৬ বলে ৫ রান করে স্বর্ণার হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন কেট পেল্লে।
ব্যক্তিগত প্রথম ওভারে সাফল্যের পর ফের বল হাতে তুলে নিয়ে প্যারিস বোড্লারকে ফেরান দিশা। ৬ বলে ৭ রান করেছিলেন অজি এ ওপেনার।
তবে শুরুর ধাক্কা সামলে ক্লেয়ার মুর ও এলা হেওয়ার্ডের ব্যাটে ঘুরে দাঁড়ায় অস্ট্রেলিয়ার কিশোরীরা। মুর ৫১ বলে ৫২ রানের সর্বোচ্চ ইনিংস খেলেন। তাকে সঙ্গ দেয়া হেওয়ার্ড ৩৯ বলে ৩৫ রান করেছেন।
নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার সংগ্রহ দাঁড়ায় ১৩০ রান।
দিশা ছাড়াও জোড়া উইকেটের দেখা পেয়েছেন মারুফা আক্তার। এছাড়া একটি উইকেট শিকার করেছেন রাবেয়া খাতুন।
সাজেদ/