• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

বার্সাকে ফাইনালে তোলার নায়ক নিজেকে নিয়ে গর্বিত

প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৩, ১১:২২ পিএম

বার্সাকে ফাইনালে তোলার নায়ক নিজেকে নিয়ে গর্বিত

ক্রীড়া ডেস্ক

দুই ঘণ্টার খেলায় লড়াই হয়েছে সমানে সমান। তবুও শ্বাসরুদ্ধকর লড়াইয়ে কোনো ফল আসেনি। শেষমেষ খেলা গড়াল পেনাল্টিতে। সেখানে রিয়াল বেটিসকে ঠিকই পেছনে ফেলে দিলেন আন্ড্রে টের স্টেগেন। টাইব্রেকারে দুটি শট ঠেকিয়ে দলকে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে তোলার নায়ক বনে যান তিনিই।

নির্ধারিত সময়ে একটি করে গোল করে দুই দল। পরে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে এগিয়ে গিয়েও লিড ধরে রাখতে পারেনি বার্সা। তবে আঘাত আসতে দেননি স্টেগেন। দেয়াল হয়ে দলকে বাঁচিয়েছেন প্রয়োজনের সময়। দলের জয়ে এতো-বড় অবদান রাখতে পেরে উচ্ছ্বাসিত তিনি নিজেও। নিজের পারফরম্যান্সেও তৃপ্ত ৩০ বছর বয়সী গোলকিপার।

নিজের পারফরম্যান্সের প্রসঙ্গে তিনি বলেন,  ‘দারুণ এক ম্যাচ ছিল এটি, এমন ম্যাচ সমর্থকরা যা দেখে মজা পায়। আমি নিজেকে নিয়ে গর্বিত। আমার মনে হয়, গত বছর থেকে নিজের ক্যারিয়ার ও জীবনের খুব ভালো সময় কাটাচ্ছি।”

তিনি আরও বলেন, ‘আমাদের জন্য ম্যাচটি কঠিন ছিল, বিশেষ করে বিরতির পর। কারণ, বল দখলের লড়াইয়ে দাপট ছিল ওদের এবং আমাদের জন্য কাজ কঠিন করে তোলে ওরা। মাঝমাঠে ওরা অনেক এগিয়ে ছিল এবং ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রেখেছিল। কঠিন লড়াই করে সামনে এগোতে হয়েছে আমাদের।’

সেমির লড়াই টপকে গেলেও ফাইনালে বড় পরীক্ষা থাকছে বার্সেলোনার সামনে। স্প্যানিশ সুপার কাপের শিরোপার লড়াইয়ে রোববার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে বার্সা। ভ্যালেন্সিয়ার বিপক্ষে একইভাবে টাইব্রেকারে জিতেই ফাইনালে এসেছে রিয়াল। 

ইনালে টের স্টেগেনদের অপেক্ষায় আরেকটি কঠিন লড়াই। রোববার শিরোপার লড়াইয়ে তারা মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের। ভালেন্সিয়ার বিপক্ষে প্রথম সেমি-ফাইনালে তারাও জিতেছে টাইব্রেকারে।

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ