• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

টস হেরে ব্যাটিংয়ে বরিশাল

প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৩, ০২:১৮ পিএম

টস হেরে ব্যাটিংয়ে বরিশাল

ক্রীড়া ডেস্ক

ঢাকার প্রথম পর্ব শেষে বিপিএল এখন বন্দরনগরীতে। চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে শুক্রবার (১৩ জানুয়ারি) জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ফরচুন বরিশালকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে হোম টিম চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়।

ঢাকা পর্বে দুটি ম্যাচ খেলেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। সেখানে এক জয়ের বিপরীতে আছে এক হার। তবে চট্টলাবাসীর চাওয়া, ঢাকার জয়-পরাজয় ছাপিয়ে ঘরের মাঠে নতুন শুরু করবে চ্যালেঞ্জাররা।

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কোচ জুলিয়ান উড বলেন, ‘আমার দলে নামকরা কোনো ক্রিকেটার নেই। সবাই মিডিওকার। কিন্তু এটাই সুযোগ নিজেদের লাইমলাইটে নিয়ে আসার। এ আসর দিয়ে তারা নিজেদের চেনাতে পারে। আমিও এটাই চাই তাদের কাছে। আমি চট্টগ্রামে সব ম্যাচ জেতার জন্য খেলব, কিন্তু হেরে গেলে দুঃখ থাকবে না। আমার টার্গেট ছেলেরা যেন নিজেদের সামর্থ্যটা বোঝে।’

এদিকে বরিশালের অবস্থা একটু ব্যতিক্রম। কাগজে-কলমে তারা চট্টগ্রামের চেয়ে অনেকটা এগিয়ে। কিন্তু মাঠের খেলা বলছে, দুদলের পয়েন্টটাই শুধু সমান নয়, জয়-পরাজয়ের হিসাবটাও একই।

ফরচুন বরিশাল

চতুরঙ্গ ডি সিলভা, এনামুল হক বিজয়, ইব্রাহিম জাদরান, সাকিব আল হাসান (অধিনায়ক), ইফতিখার আহমেদ, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, করিম জানাত, কামরুল ইসলাম, খালেদ আহমেদ, সানজামুল ইসলাম।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

উসমান খান, ম্যাক্স ও দাউদ, আফিফ হোসেন, ইরফান শুক্কুর, শুভাগত হোম (অধিনায়ক), উনমুক্ত চাঁদ, বিজয়কান্ত বিয়াস্কান্ত, মৃত্যুঞ্জয় চৌধুরী, আবু জায়েদ, তাইজুল ইসলাম, জিয়াউর রহমান।

 

 

এনএমএম/

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ