• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

কুমিল্লার চলে গেলেন ৩ বিদেশি, দলে যোগ দিলেন নতুন ৪ বিদেশি

প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৩, ০৩:৪৪ এএম

কুমিল্লার চলে গেলেন ৩ বিদেশি, দলে যোগ দিলেন নতুন ৪ বিদেশি

ক্রীড়া ডেস্ক

বেশ শক্তিশালী দল গড়েও এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসরে এখনও জয়ের দেখা পায়নি কুমিল্লা ভিক্টোরিয়ান্স। নিজেদের প্রথম দুই ম্যাচেই হেরেছে দলটি। এরপর দলের অন্যতম তিন তারকাকেও হারিয়েছে তারা।

কুমিল্লা ভিক্টোরয়ান্সের তিন বিদেশি ক্রিকেটার ডেভিড মালান, মোহাম্মদ নবি ও ফজল হক ফারুকি চলে গেছেন। দলটির মিডিয়া ম্যানেজার খান নয়ন জানিয়েছেন, তারা তিনজনই আবুধাবিতে টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলবেন। ফলে বিপিএল ছাড়তে হয়েছে তাদের।

এরপরই নতুন চার বিদেশি যোগ দিয়েছে কুমিল্লা শিবিরে। চারজন বিদেশি ক্রিকেটারের মধ্যে দুইজন পাকিস্তানি। টেস্ট অভিষেকেই দুনিয়া কাঁপানো বোলিং করা লেগ স্পিনার আবরার আহমেদ এবং পেসার হাসান আলী। এছাড়া বাকি দুইজন ওয়েস্ট ইন্ডিজের, জনসন চার্লস এবং চ্যাডউইক ওয়ালটন।

এখন পর্যন্ত ২ ম্যাচ খেলে ২টিতেই হেরে বর্তমানে টেবিলের একদম তলানিতে আছে (৭ম স্থানে) কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ