• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

বিসিবির সেই ৯০০ কোটি বেড়ে এখন হাজার কোটিরও বেশি

প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৩, ০১:৩৪ এএম

বিসিবির সেই ৯০০ কোটি বেড়ে এখন হাজার কোটিরও বেশি

ক্রীড়া ডেস্ক

বিশ্বের অন্যতম কয়েকটি ধনী ক্রিকেট বোর্ডের একটি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশে ক্রিকেট বেশ জনপ্রিয় বলেই সময়ের সঙ্গে সঙ্গে ফুলে-ফেঁপে উঠছে বিসিবির কোষাগার।  মাস কয়েক আগেই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, তাদের এখন ৯০০ কোটি টাকার ফান্ড রয়েছে। সেই ফান্ড কি এখনও কমেছে না বেড়েছে সেই প্রশ্ন সমর্থকদের মনে।

এ বিষয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন গত ৯ জানুয়ারি ‘নট আউট নোমান’-এ দেওয়া একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, সেই ৯০০ কোটির ফান্ড বেড়ে হাজার কোটি ছাড়িয়ে গেছে। সঞ্চালক তাকে প্রশ্ন করেছিলেন, ‘৯০০ কোটি টাকা আছে বিসিবির, বলেছিলেন; সেটা কি এখন এক হাজার কোটি টাকা হয়েছে?’ জবাবে পাপন বলেন, ‘বেশিও থাকতে পারে।’

সাক্ষাৎকারে বিসিবি সভাপতি দাবি করেন, একাডেমি তৈরি এবং বিভিন্ন স্তরের ম্যাচগুলো নির্বিঘ্নে আয়োজনের জন্য জমি খোঁজা হচ্ছে। ঢাকার বাইরে মোট চার-পাঁচটা মাঠ কেনার কথা তিনি বলেছেন। এ ছাড়া পূর্বাচলে তৈরি করা হবে নতুন স্টেডিয়াম। এসব কাজেই বিসিবির বিশাল অঙ্কের সেই ফান্ডের অর্থ ব্যয় করা হবে বলে জানিয়েছেন পাপন।

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ