• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

রানে শীর্ষে হৃদয়, উইকেটে মাশরাফি

প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৩, ০৪:৫৫ পিএম

রানে শীর্ষে হৃদয়, উইকেটে মাশরাফি

ক্রীড়া ডেস্ক

টি-টোয়েন্টিতে বাংলাদেশের ব্যাটাররা রান করতে হিমশিম খায়, সেখানে সিলেটের ব্যাটারা ব্যতিক্রম। রানের ফুলঝুরি ছুটিয়ে দলকে জয় এনে দেওয়ার পাশাপাশি ব্যক্তিগত অর্জনেও চলতি বিপিএলে শীর্ষে সিলেটের ব্যাটাররা। আর বল হাতে কাপ্তান মাশরাফি আছেন বিপিএলে উইকেট নেওয়ায় শীর্ষে। ফলে সিলেটের দলও জিতছে প্রতিটি ম্যাচে।

টুর্নামেন্টের আগে যেখানে সিলেটকে মাঝারি মানের ধরা হচ্ছিল সেখানে সেই সিলেট অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। এ সবই বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা অধিনায়ক মাশরাফির ছোঁয়ায়। এদিকে রান তোলা ও উইকেট শিকারে একচেটিয়া আধিপত্য বিস্তার করছে সিলেট স্ট্রাইকার্সের খেলোয়াড়রা। রান সংগ্রহে সবার ওপরে সিলেটের টপ অর্ডার তৌহিদ হৃদয় (৪ ম্যাচে তিন ইনিংসে ১৯৫)। দ্বিতীয় সর্বাধিক রান সংগ্রহকারীও সিলেটের, নাজমুল হোসেন শান্ত (১৬৭)।

অন্যদিকে ঢাকা পর্বে সর্বোচ্চ উইকেট শিকারি হচ্ছেন সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তার বয়স বর্তমানে ৩৯। অবসর নিয়েছেন জাতীয় দল থেকেও তবে দমে যাননি তিনি। ৮ মাস প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে থেকেও বিপিএলে এসে ৪ ম্যাচে ৭ উইকেট দখল করেছেন মাশরাফি। তার সমান উইকেট ঢাকা ডোমিনেটর্স পেসার আল আমিন হোসেনের।

৪ ম্যাচে ১৫ ওভার বোলিং করে ১১২ রানের বিনিময়ে ৭ উইকেট দখল করেছেন মাশরাফি। তার সেরা বোলিং ফিগার, ৩/৪৮। অন্যদিকে ঢাকা ডোমিনেটর্সের পেসার আল আমিন হোসেনও ৭ উইকেট পেয়ে উইকেট শিকারে যৌথভাবে শীর্ষে। তবে আল আমিন ৭ উইকেট পেয়েছেন ২ ম্যাচ খেলেই। সেরা বোলিং ফিগার ৪/২৮।

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ