• ঢাকা শুক্রবার
    ২৭ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

হোটেলে মেয়ে নিয়ে পার্টি করল চিলির ছয় ফুটবলার

প্রকাশিত: জুন ২১, ২০২১, ০১:০৬ পিএম

হোটেলে মেয়ে নিয়ে পার্টি করল চিলির ছয় ফুটবলার

ক্রীড়া ডেস্ক

ব্রাজিলজুড়ে করোনাভাইরাসের সংক্রমণের মধ্যেই চলছে কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্ট। এরইমধ্যে প্রায় ৮৫ খেলোয়াড়, স্টাফ ও অফিসিয়ালের করোনা পজিটিভ হওয়ার খবর মিলেছে। সেই আতঙ্কের মধ্যেই টিম হোটেলে মেয়ে এনে পার্টি করে বিতর্কে জড়িয়েছে চিলির ছয় ফুটবলার। 

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে কোপা আমেরিকায় অংশ নিতে ব্রাজিলের কুইয়াবার গ্রান হোটেল ওদারায় আবাস গড়েছে চিলি দল। জৈব সুরক্ষা বলয় ভেঙে বাহিরে থেকে কয়েকজন মেয়েকে ডেকে সেখানে পার্টি করেছেন চিলির ছয় খেলোয়াড়। তাদের এমন কাণ্ডে ঝুঁকির মধ্যে পড়ে গেছে নেইমার, লিওনেল মেসিসহ টুর্নামেন্টে অংশগ্রহণকারী অন্য দলের ফুটবলাররা। 

যেসব খেলোয়াড় এমন কাণ্ড ঘটিয়েছেন তারা হলেন, মেক্সিকোর ক্লাব লিওনের ফরোয়ার্ড জ্যাঁ মেনেসেস, অ্যাটলেটিকো মিনেইরোর স্ট্রাইকার এডুয়ার্ডো ভারগাস, বোলোনিয়ার ডিফেন্সিভ মিডফিল্ডার গ্যারি মেডেল, ভেলেজ সার্সভেল্ডের মিডফিল্ডার পাবলো গালদামেস ও বায়ার লেভারকুসেনের অভিজ্ঞ মিডফিল্ডার চার্লস আরাঙ্গিসের।

বিষয়টি নিয়ে এখনও কোনো মন্তব্য করেননি অভিযুক্ত খেলোয়াড়রা। চিলির ফুটবল ফেডারেশনের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি। তবে শীঘ্রই দলের টেকনিক্যাল ডিরেক্টর মার্টিন লাসার্তে এ বিষয়ে কথা বলবেন। অভিযোগ উঠা ছয় ফুটবলারকে কোপা আমেরিকায় নিষিদ্ধ করা হতে পারে।

টিম হোটেলে মেয়ে ডেকে নিয়ে পার্টি করে করোনাবিধি ভঙ্গ করেছে চিলির ছয় ফুটবলার। বাইরে থেকে হেয়ার ড্রেসারকে হোটেলে ডেকে চুল কাটিয়েছিলেন ভিদাল ও মেডেল। যে কারণে দু’জনকে ৩০ হাজার ডলার করে জরিমানাও করেছিল কনমেবল। এবার হোটেলে নারী ডাকার অপরাধে কী শাস্তি দেয়া হয় সেটিই দেখার।

জেডআই/নির্জন

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ