প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৩, ০৪:৩৪ এএম
জাতীয় দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজাকে ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে দেখতে চান তার বাবা।
মাশরাফির বাবা গোলাম মুর্তজা মিরপুরে সাংবাদিকদের বলেন, ‘আমরা তো চাই যে সে যেটা ভালো জানে, যেটা ভালো বোঝে সেটা নিয়ে কাজ করুক। বিসিবিতে কাজ করলে সে অনেক ভালো করতে পারবে, এটা আমি জোরালোভাবে বলতে পারি। ক্রিকেট নিয়ে কাজ করলে সে অনেক ভালো করতে পারবে- এটা তো আপনারাও বোঝেন।’
আপনি কি চান মাশরাফি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হোক? এমন প্রশ্নের জবাবে গোলাম মুর্তজা বলেন, ‘আমি তো অবশ্যই চাইব। বিসিবিতে আসলে সে ক্রিকেট নিয়ে অনেক ভালো কাজ করতে পারবে। সে এতকিছু জানে, এতকিছু বোঝে যে সেটার বহিঃপ্রকাশ ঘটছে।’
এর আগে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছিলেন, মাশরাফিকে মোস্ট ওয়েলকাম। আপনি কী বলেন? জবাবে গোলাম মুর্তজা বলেন, ‘এটা উনাদের ব্যাপার। এ নিয়ে আমার বলার কিছু নেই। তবে আমি এতটুকু বলি, ১৮-১৯ বছর সে ক্রিকেট খেলছে। ক্রিকেটের অনেক কিছু সে জানে। ক্রিকেটে সে যদি আসে, আমার শতভাগ বিশ্বাস সে অনেক ভালো করতে পারবে।’