• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

কুকুরের কামড়ে প্রাণ গেল ফুটবলারের

প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৩, ০৩:৫০ এএম

কুকুরের কামড়ে প্রাণ গেল ফুটবলারের

ক্রীড়া ডেস্ক

কুকুরের কামড়ে আহত হয়ে মারা গেছেন জাম্বিয়ার সাবেক খেলোয়াড় ফিলেমন মুলালা।

শনিবার দক্ষিণ আফ্রিকার নর্থ ওয়েস্ট প্রভিন্সে নিজ বাড়িতে পালিত তিন কুকুরের হামলার শিকার হন তিনি।

ইএসপিএনের খবরে বলা হয়, কেপটাউন এফসি ও দিনামোস এফসিতে খেলার সুবাদে দীর্ঘদিন দক্ষিণ আফ্রিকায় বসবাস করে আসছিলেন মুলালা।

ঘটনার সময় ওই এলাকায় বিদ্যুৎ-বিভ্রাট চলছিল। বিস্তারিত বর্ণনা দিয়ে প্রভিন্স পুলিশের মুখপাত্র ক্যাপ্টেন স্যাম সেলানায়ানে বলেন, ‘তাদের বাসাটি ব্যস্ত রাস্তার পাশে। গাড়ি আর পথচারীর দিকে তাকিয়ে কুকুরগুলো প্রায়ই ঘেউ ঘেউ করে। সেদিন কুকুরের শব্দ শুনে দেখতে বের হয়েছিলেন মুলালা। বিদ্যুৎ ফিরে এলে তার স্ত্রী স্বামীকে খুঁজতে বের হন। একপর্যায়ে বাগানে নিথর অবস্থায় খুঁজে পান তিনি।’

ফিলেমন মুলালার মৃত্যুতে শোকবার্তা জানিয়ে বিবৃতি প্রকাশ করে জাম্বিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন।

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ