• ঢাকা শনিবার
    ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

বিপিএল ছেড়ে চলে গেলেন রংপুরের দুই তারকা ক্রিকেটার

প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৩, ১০:৪৪ পিএম

বিপিএল ছেড়ে চলে গেলেন রংপুরের দুই তারকা ক্রিকেটার

ক্রীড়া ডেস্ক

চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বিদেশি ক্রিকেটারদের আসা নিয়ে আলোচনা হয়েছে অনেক। আরও দুটি ফ্র্যাঞ্চাইজি লিগ চলায় অনেক ক্রিকেটাররা আসছেন এক থেকে দুই ম্যাচের জন্যও। দুবাইয়ের আইলটি-২০ খেলতে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ছেড়ে গিয়েছিলেন মোহাম্মদ নবী, ফজল হক ফারুকী ও ডেভিড মালান।

এবার একই টুর্নামেন্ট খেলতে বাংলাদেশ ছেড়েছেন রংপুর রাইডার্সের দুই ক্রিকেটার বেনি হাওয়েল ও সিকান্দার রাজা। তাদের দুজনের চলে যাওয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছে রংপুর। তারা লিখেছে, ‘দেখা হবে খুব দ্রুতই আবার জয়ের লড়াইয়ে।’

এদিকে ঢাকা পর্বশেষে বিপিএল এখন হবে চট্টগ্রামে। এখন অবধি খেলা দুই ম্যাচের একটিতে জিতেছে রংপুর রাইডার্স, হেরেছে একটিতে। যেখানে কুমিল্লার বিপক্ষে প্রথম ম্যাচে বল হাতে দুই উইকেট নেওয়ার পর ব্যাট হাতে ১২ রান করেছেন তিনি।

এরপর দ্বিতীয় ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে ২ রানে আউট হলেও বল হাতে ১৪ রান দিয়ে ২ উইকেট পান রাজা। বেনি হাওয়েল প্রথম ম্যাচে ব্যাট হাতে ৮ রান করার পর বল হাতে এক উইকেট নেন। পরের ম্যাচে ৫ রান করে ছিলেন উইকেটশূন্য।

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ