প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৩, ০৭:২০ পিএম
আগামী ১৯ জানুয়ারি সৌদি আরবের রিয়াদের কিং ফাহাদ স্টেডিয়ামে হবে মেসি বনাম রোনালদো দ্বৈরথ। ফরাসি ক্লাব পিএসজির তাদের মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে সৌদির ক্লাব আল হিলাল ও আল নাসেরের সমন্বয়ে গড়া অল স্টার ইলেভেনের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে।
এই ম্যাচে মেসি-রোনালদোর সঙ্গে ব্রাজিলের নেইমার জুনিয়র, ফ্রান্সের কিলিয়ান এমবাপের দেখা মিলবে একই মাঠে। একাধিক তারকার অংশগ্রহণের ম্যাচের টিকিট মূল্য আকাশছোঁয়া। ৭.৫ লাখ ইউরোতেও পাওয়া যাচ্ছে না সেই ম্যাচের একটি টিকিট। সৌদি জেনারেল এন্টারটেনমেন্ট অথরিটি (জিইএ) টিকিট বাজারে ছেড়েছে।
বর্তমান ফুটবল বিশ্বের সবচেয়ে বড় দুই তারকার দ্বৈরথের ম্যাচের মূল্য প্রথম দিকে ২.৫ লাখ ইউরো নির্ধারণ করা হয়। যা নিলাম প্রক্রিয়ার অধীনে ছিল। টিকিট ছাড়ার কয়েক ঘণ্টার মধ্যে সেই মূল্য ৭.৫ লাখ ইউরো ছাড়িয়েছে যা বাংলাদেশি মুদ্রায় ৭ কোটি ৮৯ লাখ ৫৬ হাজার ৩৩০ টাকা।
মূলত এই ম্যাচের আয়ের সমস্ত টাকা যাবে সৌদি আরবের এহসান চ্যারিটির ফান্ডে। সৌদি জেনারেল এন্টারটেনমেন্ট অথরিটি (জিইএ) নিলাম প্রক্রিয়ার মাধ্যমে বাজারে টিকিট ছেড়েছে যার মূল্য ক্রমান্বয়ে বেড়ে চলেছে। এই ম্যাচের টিকিট দিয়ে শুধু ম্যাচ দেখা যাবে তাই নয়। খেলা শেষে দুই দলের ড্রেসিংরুমের প্রবেশ করার অনুমতি সহ বিজয়ী দলের সঙ্গে ছবি তোলার সুযোগ সহ রয়েছে গ্র্যান্ড মধ্যাহ্নভোজের আয়োজন।
রিয়াদে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচের জন্য ইতিমধ্যে ১৫ লাখ আবেদন জমা পড়েছে।