• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

মাশরাফিকে বিসিবির সভাপতি হিসেবে দেখতে চান তার বাবা

প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৩, ০৫:২০ পিএম

মাশরাফিকে বিসিবির সভাপতি হিসেবে দেখতে চান তার বাবা

ক্রীড়া ডেস্ক

এখন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা। দীর্ঘদিন ক্রিকেট ক্যারিয়ারের একদম শেষ পর্যায়ে রয়েছেন মাশরাফি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অনেক আগেই একপ্রকার বিদায় বলে দিয়েছেন মাশরাফি। খেলার তাড়নায় ঘরোয়া ক্রিকেটের লিগে দেখা যায় তাকে। তাও আবার বছরে দুইবার।

রাজনীতির সাথে জড়িয়ে পড়ার ৮ মাস পর ক্রিকেট মাঠে ফিরেছেন মাশরাফি। খেলার নেশায় বর্তমানে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলছেন মাশরাফি। যেখানে দলের অধিনায়কের দায়িত্ব পালন করছেন বিপিএলের চারবার শিরোপা উচিয়ে ধরা মাশরাফি।

তবে মাশরাফির এটাই হতে পারে তার শেষ বিপিএল। এরপর হয়তো মাশরাফিকে আর দেখা যাবে না ক্রিকেট ময়দানে। তবে মাশরাফির মত একজন অভিজ্ঞ ও দক্ষ ক্রিকেটারকে বোর্ডে আসার জন্য আগেই প্রস্তাব দিয়েছেন সভাপতি নাজমুল হাসান পাপন।

এবার সেই ইচ্ছা পোষণ করেছেন মাশরাফির বাবা গোলাম মর্তুজা। বিপিএলে গতকাল ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মাশরাফির বাবা গোলাম মর্তুজা জানিয়েছেন “মাশরাফিকে ক্রিকেট বোর্ডে প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান তিনি”।

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ