• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

রোনালদোর পর বুসকেটসকে চাচ্ছে আল নাসের

প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৩, ০২:৪০ এএম

রোনালদোর পর বুসকেটসকে চাচ্ছে আল নাসের

ক্রীড়া ডেস্ক

ক্রিস্টিয়ানো রোনালদোকে দলে টেনে সৌদি ক্লাব আল-নাসের এফসি চাচ্ছে শক্তি বাড়াতে। এবার তাদের চোখ স্পেনের সাবেক ও বার্সেলোনা অধিনায়ক সার্জিও বুসকেটসের দিকে।

বুসকেটসকে নিতে ক্লাবটি বছরে ১৩ মিলিয়ন ইউরো দিতে রাজি। বার্সা কোচ জাভি হার্নান্দেজ অবশ্য জানিয়েছেন ন্যু ক্যাম্পেই থাকুক অভিজ্ঞ তারকা।

‘আমার জন্য সে গুরুত্বপূর্ণ একজন। জুন পর্যন্ত তার চুক্তির মেয়াদ রয়েছে এবং সেই পর্যন্ত থাকতে পারবে, তারপর দেখব কি করা যায়। আমরা তাকে রাখার চেষ্টা করব এবং সেটা তার ব্যক্তিগত সিদ্ধান্তের উপর নির্ভর করছে।’

যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের ক্লাব ইন্টার মায়ামির সাথে চুক্তির ব্যাপারে কথা চলছিল স্প্যানিয়ার্ড মিডফিল্ডারের। বুসকেটসও সেখানে খেলার বিষয়ে আগ্রহী বলে জানা গিয়েছিল। যদিও কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। এরমাঝেই আল নাসের আগ্রহ প্রকাশ করল।

 

এআরআই

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ