প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৩, ১১:২৪ পিএম
কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে কিছু জায়গায় ছাড়িয়ে যাওয়ার সুযোগ এসেছে বিরাট কোহলির সামনে। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে দুই শতক পেলেই শচীনের দুটি রেকর্ড টপকে যাবেন কোহলি।
ভারতের হয়ে ওয়ানডেতে দেশের মাটিতে সর্বোচ্চ ২০টি সেঞ্চুরি আছে শচীনের। তার ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন কোহলি। দেশের মাটিতে ১৯টি শতক এখন সময়ের ব্যাটারের।
অন্যদিকে একক প্রতিপক্ষের বিপক্ষে ভারতের হয়ে সর্বোচ্চ শতকের রেকর্ড যৌথভাবে শচীন ও কোহলির। দুজনেই করেছেন ৯টি করে শতক। শচীন অস্ট্রেলিয়ার বিপক্ষে, আর কোহলি ওয়েস্ট ইন্ডিজের।
শ্রীলঙ্কার বিপক্ষে দুজনেরই শতক ৮টি করে। সিরিজে একটি শতক পেলেই কোহলি গড়বেন নতুন রেকর্ড। একদিনের ক্রিকেটে দুই প্রতিপক্ষের বিপক্ষে ৯টি করে শতক হবে।
একইসঙ্গে কোহলি ভাগ বসাবেন দেশের মাটিতে শচীনের সর্বোচ্চ শতকের রেকর্ডে। আর দুটি শতক পেলে একক প্রতিপক্ষের বিপক্ষে সর্বোচ্চ শতকের পাশাপাশি দেশের মাটিতে সর্বোচ্চ শতকের রেকর্ডেও কোহলি ছড়িয়ে যাবেন শচীনকে।
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে মাঠে নেমেছেন কোহলিরা। ১২ জানুয়ারি দ্বিতীয় ম্যাচ, শেষ ম্যাচে দুদল মুখোমুখি হবে ১৫ জানুয়ারি।
এআরআই