• ঢাকা শনিবার
    ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

টাকা না নিলে সাকিবকে এখনই সিইও করতাম: পাপন

প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৩, ০৬:২৪ পিএম

টাকা না নিলে সাকিবকে এখনই সিইও করতাম: পাপন

ক্রীড়া ডেস্ক

বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের অব্যবস্থাপনা ইস্যুতে সাকিব আল হাসান সম্প্রতি বলেছিলেন, ‘দুই-তিন মাসেই সব ঠিক করে দিতাম…’। তার কথার পর চারদিকে আলোচনা-সমালোচনা শুরু হয়। পরে তাকে প্রধান নির্বাহীর (সিইও) দায়িত্বে স্বাগত জানানোর কথা জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এদিকে সাকিব অবশ্য গত রবিবার এক অনুষ্ঠানে বলেন, সভাপতি হওয়াই ভালো মনে করেন তিনি। গত কয়েকদিন তার মন্তব্য ও পাল্টা মন্তব্যে সরগরম ক্রিকেটাঙ্গণ। এবার এ নিয়ে মুখ খুলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি বলেছেন, সাকিব বিপিএলের দলের সঙ্গে চুক্তিবদ্ধ না থাকলে এখনই সিইও করতাম।

পাপন বলেন, ‘আচ্ছা ও (সাকিব) হবে (বিপিএলের সিইও)? হলে তো এখনই দিতাম। ও অলরেডি টাকা নিয়ে নিছে একজনের কাছ থেকে..এখনই দিতাম, এবারই দিতাম। তো কী পরিবর্তনটা করতো? হ্যাঁ, বড়জোর বলতে পারতো আমি এফটিপির খেলা খেলবো না, এইতো। আমরা তো এটা মানি না। ও সিইও হয়ে বললেও তো আমরা মানবো না।’

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ