• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

বিশ্বকাপ জয়ের গোপন রহস্য ফাঁস করলেন মেসি

প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৩, ০৫:৩৩ পিএম

বিশ্বকাপ জয়ের গোপন রহস্য ফাঁস করলেন মেসি

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপ জিতেছেন তিন সপ্তাহ পেরিয়ে গেছে। দেশবাসীর সঙ্গে শিরোপা উদযাপন করে আবার ফিরে এসেছেন ক্লাব ফুটবল খেলতে। কিন্তু এখনো যেন ঘোরের মধ্যে বসবাস করছেন লিওনেল মেসি। তার এখনো যেন মনেই হচ্ছে না, তারা বিশ্বকাপ জিতেছেন। ক্যারিয়ারে প্রথম বারের মতো জেতা বিশ্বকাপ জয়কে এখনো স্বপ্ন স্বপ্ন মনে হচ্ছে তার। সেই ঘোরের মধ্যেই মেসি ফাঁস করে দিয়েছেন একটা গোপন রহস্য। জানিয়ে দিয়েছেন, যে কারণে বিশ্বকাপ জিতেছেন তারা।

সেই কারণটা কি? জাদু। মেসি অন্তত সেটাই মনে করেন। তার অবিশ্বাস্য জাদুবলেই বিশ্বকাপ জিততে সক্ষম হয়েছেন তারা। দেশ আর্জেন্টিনায় বিশ্বকাপ জয়ের উদযাপন পর্বে ইতি টেনে মেসি এখন ফ্রান্সের প্যারিসে। ক্লাব পিএসজির হয়ে অনুশীলনে ব্যস্ত। এরই মধ্যে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিশ্বকাপ জয়ের বেশ কিছু ছবি পোস্ট করেছেন। ছবিগুলো দেখেই বোঝা যাচ্ছে, সেগুলো কাতার থেকে বিশ্বকাপ জিতে দেশ আর্জেন্টিনায় ফেরার পথে বিমানের ভেতরে তোলা হয়েছে।

ছবিগুলোর ক্যাপশন লিখতে গিয়েই মেসি ফাঁস করে দিয়েছেন আসল রহস্য। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘তারা আমাকে কীভাবে বিশ্বাস করাবে যে জাদু বলে কিছু নেই।’ মানে মেসি বোঝাতে চেয়েছেন, জাদুবলেই বিশ্বকাপ জিতেছেন তারা।’ তবে শুধু জাদু নয়, দীর্ঘ ৩৬ বছর পর আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের পেছনে আরো একটি কারণ উল্লেখ করেছেন মেসি—দল হিসেবে খেলা।

বিশ্বকাপ জিতে স্বপ্নের সোনার ট্রফি নিয়ে দেশে ফেরার পরই তিনি বলেন, ‘বিশ্ব চ্যাম্পিয়ন। কত বার যে এই স্বপ্ন দেখেছি। এটা পাওয়ার জন্য কত যে অপেক্ষা করেছি। কিন্তু এটা পাওয়ার পর বিশ্বাসই হচ্ছে না, আমরা এটা জিততে পেরেছি। আরো একবার প্রমাণ হলো যে, আর্জেন্টিনার পুরো দল এক হয়ে যদি কিছু জিততে চায়, সেটা তারা পায়। বিশেষ একজন ব্যক্তির জন্য নয়, একটা দল হয়ে খেলার জন্যই এটা সম্ভব হয়েছে।’

সম্প্রতি আরো একটা ব্যক্তিগত পুরস্কার পেয়েছেন—‘চ্যাম্পিয়ন্স অব চ্যাম্পিয়ন্স।’ ফ্রান্সের প্রভাবশালী ও জনপ্রিয় পত্রিকা ‘লেকিপ’ ১৯৪৬ সাল থেকে এই পুরস্কার দিয়ে আসছে। শুধু ‘লেকিপে’র স্টাফদের ভোটের মাধ্যমে দেওয়া এই পুরস্কারটি ১৯৭৫ সাল পর্যন্ত শুধু ফ্রান্সের অ্যাথলেটদেরই দেওয়া হতো। ১৯৭৫ সালে ফ্রান্সের সীমানা পেরিয়ে পুরস্কারটি বৈশ্বিক হিসেবে রূপ দেওয়া হয়। তবে বিশ্ব পুরস্কার হলেও ফুটবলারদের ভাগ্যে পুরস্কারটি কমই জুটেছে।

সাইক্লিং, টেনিস, অ্যাথলেটিকসসহ অন্য খেলার তারকাদের হাতেই পুরস্কারটা উঠেছে বেশির ভাগ সময়। হাতে গোনা যে কয়জন ফুটবলার এই পুরস্কারটি উঁচিয়ে ধরতে সক্ষম হয়েছেন, তাদের মধ্যে আছেন দিয়েগো মারাদোনা (১৯৮৬), পাওলো রসি (১৯৮২), রোমারিও (১৯৯৪) জিনেদিন জিদানরা (১৯৯৮)। মানে ফুটবলারদের মধ্যে যারাই পুরস্কারটা জিতেছেন, তারা সবাই বিশ্বকাপজয়ী ফুটবলার। দেশকে বিশ্বকাপ জেতানোর পরই এই পুরস্কার হাতে তুলেছেন। কাতার বিশ্বকাপ জিতে মেসিও নাম লেখালেন তাদের পাশে।­

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ