• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

মেসিদের বাংলাদেশে আনার চেষ্টা করছি: কাজী সালাউদ্দিন

প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৩, ০৪:২৭ পিএম

মেসিদের বাংলাদেশে আনার চেষ্টা করছি: কাজী সালাউদ্দিন

ক্রীড়া ডেস্ক

এবার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে বাংলাদেশে আনার চেষ্টা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এর আগে গত ২০১১ সালে বাংলাদেশে এসেছিল লিওনেল মেসির দেশটি। সেবার নাইজেরিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলেছিল তারা। আবারও আলবেসিলেস্তেদের বাংলাদেশে আনার চেষ্টা করছে বাফুফে। গতকাল ৯ জানুয়ারি বাফুফে ভবনে এক সংবাদ সম্মেলনের পর এমন কথা জানিয়েছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।

চলতি বছরের আগামী জুন-জুলাইয়ে আর্জেন্টিনাকে দেশে আনার চেষ্টা করছেন বলে জানিয়েছেন সালাউদ্দিন। দেশটিকে বাংলাদেশে আনতে প্রায় ১০ মিলিয়ন ডলার কিংবা শতকোটি টাকার বেশি খরচ হতে পারে বলেও জানিয়েছেন বাফুফে সভাপতি।

তিনি বলেন, ‘আমরা আর্জেন্টিনাকে আনার চেষ্টা করছি। এখনও জোরালো কিছু হয়নি। চেষ্টা করতে তো দোষের কিছু নেই। জুন-জুলাইয়ের আগে বঙ্গবন্ধু স্টেডিয়াম প্রস্তুত হয়ে যাওয়ার কথা। এ নিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। মার্চের ফিফা উইন্ডোতে সম্ভব নয়। জুন-জুলাইয়ে আমরা চেষ্টা করবো।’ আর্জেন্টিনাকে দেশে আনা একটি ব্যায়বহুল পক্রিয়া।

এই বিষয়ে বাফুফে সভাপতি বলেন, ‘আর্জেন্টিনাকে আনার বিষয়টা ব্যয়বহুল। কিন্তু আমাদের চেষ্টা করতে সমস্যা কোথায়? চেষ্টা করতে দোষ কোথায়।’ এর আগে (২০১১ সালে) আর্জেন্টিনাকে আনতে প্রায় সাড়ে তিন মিলিয়ন ডলার লেগেছিল। এখন ৭ মিলিয়ন ডলারের মতো লাগতে পারে। যা বাংলাদেশি টাকায় ৭১ কোটি টাকার কিছু বেশি। প্রতিপক্ষ মিলিয়ে দশ মিলিয়ন ডলার বা ১০২ কোটি টাকার বেশি লাগতে পারে।

গত ২০১১ সালে আর্জেন্টিনা বাংলাদেশে যে প্রীতি ম্যাচ খেলেছিল তাতে তাদের প্রতিপক্ষ ছিল নাইজেরিয়া। তবে আগামীতে আর্জেন্টিনা বাংলাদেশে আসলে তাদের প্রতিপক্ষ কে হবে তা এখনো ভাবেনি বাফুফে। সালাউদ্দিন বলেন, ‘প্রতিপক্ষ কে হতে পারে সেটা এখনও চূড়ান্ত নয়। আর্জেন্টিনাকে আগে চূড়ান্ত করার পর প্রতিপক্ষ ঠিক করা হবে।’

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ