• ঢাকা শুক্রবার
    ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

জিদানকে এভাবে অসম্মান করতে পারি না: এমবাপে

প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৩, ০১:০০ এএম

জিদানকে এভাবে অসম্মান করতে পারি না: এমবাপে

ক্রীড়া ডেস্ক

‘সে কি আমার সাথে যোগাযোগ করেছে? অবশ্যই না, এমনকি তার ফোনও পাইনি। জিদানের সাথে আমার দেখা হয়নি, আমরা দেশমের সাথে চুক্তি বাতিলের কথাও চিন্তা করিনি।’ ফ্রান্স ফুটবল ফেডারেশন প্রধান নোয়েল লা গ্রায়েতের এমন কথায় চটেছেন কাতার বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিক করা কাইলিয়ান এমবাপে।

গত বিশ্বকাপে গোল্ডেন বুটজয়ী ফরাসি তারকা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘জিদান মানেই ফ্রান্স, বিশ্বকাপজয়ী কিংবদন্তিকে এভাবে অসম্মান করতে পারি না।’

কাতার বিশ্বকাপের পর ফ্রান্স কোচের দায়িত্বে দেখা যেতে পারে জিনেদিন জিদানকে, এমন আলোচনা ছিল বেশকিছু দিন ধরেই। কিন্তু ফ্রান্স ফুটবল ফেডারেশন কোনো পরিবর্তন আনেনি, আস্থা রেখেছে পরপর দুবার ফরাসিদের ফাইনালে তুলে একবার চ্যাম্পিয়ন করা দেশমেই।

২০২১-এ স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্ব ছাড়লেও অন্য কোথায় যোগ দেননি জিদান। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রধান কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন ১৯৯৮ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার।

আর্কাইভ