• ঢাকা বুধবার
    ১৫ জানুয়ারি, ২০২৫, ২ মাঘ ১৪৩১

আনভীরের সভাপতিত্বে শেখ রাসেল ক্রীড়া চক্রের বৈঠক

প্রকাশিত: জুন ২০, ২০২১, ১১:০০ পিএম

আনভীরের সভাপতিত্বে শেখ রাসেল ক্রীড়া চক্রের বৈঠক

ক্রীড়া ডেস্ক

শেখ রাসেল ক্রীড়া চক্র বাংলাদেশের ফুটবলে প্রতিষ্ঠিত এক ক্লাব। ২০১২-১৩ মৌসুমে তারা ঘরোয়া ফুটবলে ট্রেবল জয় করেছে (লিগ, ফেডারেশন কাপ ও স্বাধীনতা কাপ)। এবার অন্যান্য খেলায়ও অংশগ্রহণের পরিকল্পনা নিয়ে এগিয়ে চলেছে ক্লাবটি। শিগগিরই ক্রিকেটে শক্তিশালী দল গঠনের পরিকল্পনা আছে শেখ রাসেল ক্রীড়া চক্রের।

সম্প্রতি শেখ রাসেল ক্রীড়া চক্রের নির্বাচিত নতুন পরিচালনা পর্ষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ বৈঠকে ক্লাবের উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আর বৈঠকে সভাপতিত্ব করেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর।

বৈঠকে ক্লাবের সামগ্রিক উন্নয়নে নানা পরিকল্পনা নিয়ে খোলামেলা আলোচনা হয়। নতুন ফুটবল মৌসুমে শক্তিশালী দল গঠনের ওপর জোর দেয়া হয়। 

এ ছাড়া দেশের সম্ভাবনাময় অন্যান্য খেলাধুলায় ক্লাবের অংশগ্রহণ নিশ্চিত করতে কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা হয়েছে বৈঠকে। 

ক্লাবের কর্মকাণ্ডে আরও গতিশীলতা আনার লক্ষ্যে মতামত দেন আলোচকেরা। সোমবার (২১ জুন) পরিচালনা পর্ষদের পরবর্তী বৈঠকের সময় নির্ধারণ করা হয়েছে।  

বৈঠকে উপস্থিত ছিলেন ক্লাবের নবনির্বাচিত পরিচালক নঈম নিজাম, ইমদাদুল হক মিলন, লিয়াকত আলি মুকুল, সালেহ জামান সেলিম, ইসমত জামিল আকন্দ লাভলুসহ অন্যান্য পরিচালক।
এ ছাড়া আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ও বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান।

টিআর/এম. জামান
আর্কাইভ