• ঢাকা শনিবার
    ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

মেসির বিশ্বকাপ ফাইনালকে হারিয়ে দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, জানুন কীভাবে

প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৩, ০১:০৩ এএম

মেসির বিশ্বকাপ ফাইনালকে হারিয়ে দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, জানুন কীভাবে

ক্রীড়া ডেস্ক

মেসি-রোনালি্ডোর প্রতিদ্বন্দ্বিতা চলে সব কিছুতেই। তা সে মাঠে হোক আর মাঠের। বিশ্বকাপ জিতে রোনাল্ডোর থেকে অনেকটা এগিয়ে গেলেও এবার আর্জেন্টাইন তারকাকে জনপ্রিয়তার খেলায় হারিয়ে দিলেন সিআরসেভেন।

গত ১৮ ডিসেম্বর বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতেছিল লিওনেল মেসির আর্জেন্টিনা। নির্ধারিত ও অতিরিক্ত সময় মিলিয়ে খেলার ফল ছিল ৩-৩। টাই ব্রেকারে বিশ্বজয় করে নীল-সাদা ব্রিগেড। এমন রুদ্ধশ্বাস ফাইনালকে বিশ্বকাপের ইতিহাসে অন্যতম সেরা ফাইনাল বলছেন বিশেষজ্ঞরা।

অপরদিকে, বিশ্বকাপের ব্যর্থতা, কোচের সঙ্গে ঝামেলা সবকিছু নিয়ে সমালোচনার মধ্যেও দল বদলের বাজারে রেকর্ড গড়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আল নাসেরের সঙ্গে রেকর্ড ১৭৭ মিলিয়ন পাউন্ডের চুক্তি সই করেছেন তিনি। ভারতীয় টাকায় যার পরিমাণ প্রায় ১৭৭৬ কোটি। গত ৩ জানুয়ারি সৌদি আরবের ক্লাব স্বাগত জানায় সিআরসেভেনকে।

আর সেখানেই নাকি মেসির বিশ্বকাপ ফাইনালকে হারিয়ে দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। টেলিভিশনে দর্শক সংখ্যার নিরিখে ফিফা বিশ্বকাপের ফাইনাল থেকে আল নাসেরে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে স্বাগত জানানোর অনুষ্ঠান দেখেছে দ্বিগুন দর্শক।

স্পেনের একটি সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী বিশ্বকাপ ফাইনাল দেখেছিল গোটা বিশ্বে ১৫০ কোটি মানুষ। সেখানে গত মঙ্গলবার রোনাল্ডোকে সৌদি আরবের ক্লাবে স্বাগত জানানোর অনুষ্ঠান দেখেছে ৩০০ কোটি মানুষ।

কিন্তু একটি বিষয় উল্লেখযোগ্য হল বিশ্বকাপ ফাইনাল দেখানো হয়েছিল বিশ্ব জুড়ে ১৮টি ডেলিভিশন চ্যানেলে। সেখানে রোনাল্ডোর আল নাসেরে পা রাখা দেখানো হয়েছিল দ্বিগুনেরও বেশি ৪০টি চ্যানেলে। ফলে বিশ্বকাপ ফাাইনাল বেশি চ্যানেলে দেখানো হলে দর্শক সংখ্যাও বাড়ত সে বিষয়ে কোনও সন্দেহ নেই।

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ