• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

মেসি-নেইমার-এমবাপেদের ঢাকায় আনার পরিকল্পনা বাফুফের

প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৩, ০৫:৫৭ পিএম

মেসি-নেইমার-এমবাপেদের ঢাকায় আনার পরিকল্পনা বাফুফের

ক্রীড়া ডেস্ক

১৯৭২ সালের ১৫ জুলাই প্রতিষ্ঠিত বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ৫০ বছর অতিক্রম করেছে। দেশের প্রধান এই ক্রীড়া ফেডারেশনের সভাপতি কাজী মো. সালাউদ্দিন গত বছর জানুয়ারিতে বলেছিলেন, বাফুফের ৫০ বছর পূর্তি তিনি স্মরণীয় করে রাখতে চান।

তবে করোনা পরবর্তী সময় ও বিশ্বকাপের বছর বলে বিদায়ী ২০২২ সালে সুবর্ণজয়ন্তী উপলক্ষে কিছুই আয়োজন করতে পারেনি বাফুফে। বাফুফে অবশ্য পরিকল্পনা থেকে সরে আসেনি। গত বছর না পারলেও প্রতিষ্ঠানের সুবর্ণজয়ন্তী উপলক্ষে এ বছর বড় কিছু আয়োজনের পরিকল্পনা করছে তারা।

এ বিষয়ে বাফুফে সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ বলেন, ‘আমরা একটি বড় প্রীতি ম্যাচ আয়োজনের কথা চিন্তা করছি। আমাদের সভাপতি মহোদয়ও সেটা বলেছেন। সেটা হলো আর্জেন্টিনা দলকে আবার ঢাকায় আনার চেষ্টা করা। সঙ্গে আরেকটি ভালো দল। ব্রাজিলের বিষয়টিও মাথায় আছে সভাপতির। ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ ঢাকায় হলে তো দারুণ হবে।’

আরেকটি বিকল্প চিন্তাও আছে বাফুফের। বাফুফের সাধারণ সম্পাদক বলেছেন, ‘আমরা আরেকটি চিন্তাও করছি। ফরাসি ক্লাব পিএসজিকে আনতে চাই। সাথে ইউরোপের আরেকটি বড় ক্লাব। হতে পারে ইংলিশ লিগের ক্লাব লিভারপুল। তাহলে পিএসজির সঙ্গে আসবেন তিন তারকা মেসি, নেইমার ও এমবাপে। লিভারপুলে আছেন মোহাম্মদ সালাহ।’

কোনো দেশ বা ক্লাবকে কি আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়া হয়েছে? মো. আবু নাইম সোহাগের জবাব, ‘না। কারণ, যে ভেন্যুতে খেলা হবে সেই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম এখনো প্রস্তুত নয়। আগে স্টেডিয়াম উপযুক্ত হোক, তার পর কোনো দেশ বা ক্লাবকে প্রস্তাব দেবো।’

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ