• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

নাসিরের অলরাউন্ড নৈপুণ্যে দুর্দান্ত শুরু ঢাকার

প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৩, ১২:০৪ এএম

নাসিরের অলরাউন্ড নৈপুণ্যে দুর্দান্ত শুরু ঢাকার

ক্রীড়া প্রতিবেদক, ঢাকা

খুলনার বিপক্ষে জয় পেতে মামুলি লক্ষ্যই পাড়ি দিতে হতো ঢাকাকে। সেই লক্ষ্যে ব্যাট করতে নেমে ৬ উইকেট হাতে রেখেই দুর্দান্ত জয় তুলে নেয় ঢাকা ডমিনেটরস। ব্যাট ও বল হাতে দুর্দান্ত পারফর্ম করে ম্যাচ সেরার পুরস্কার পান অধিনায়ক নাসির হোসেন।

অথচ এই নাসিরকেই কিনা বিপিএলের গত আসরে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। এবার তিনি ফিরলেন, সঙ্গে অধিনায়কের গুরুদায়িত্বও পেলেন। অপেক্ষাকৃত দুর্বল দল নিয়েও প্রথম ম্যাচে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে জেতালেন।

শনিবার (৭ জানুয়ারি) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস হেরে আগে ব্যাটিংয়ে নামে খুলনা। কিন্তু ঢাকার বোলারদের সামনে অসহায় ছিলেন খুলনার তামিম, শারজিল, মুনিম শাহরিয়াররা। এর ফলে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র স্কোরবোর্ডে ১১৩ রান সংগ্রহ করে তারা। জবাবে ঢাকা ৪ উইকেট হারিয়ে ১১৭ রান তুলে ৬ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে।

এআরআই

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ