• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

মার্চে দুটি প্রীতি ম্যাচ খেলতে মাঠে নামছে আর্জেন্টিনা

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৩, ০৯:৫৭ পিএম

মার্চে দুটি প্রীতি ম্যাচ খেলতে মাঠে নামছে আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক

আগামী ২০২৪ সালের আগে আর্জেন্টিনার বড় কোনো টুর্নামেন্ট নেই। কারণ ওই বছর কোপা আমেরিকায় যুক্তরাষ্ট্রের মাটিতে নামবে লিওনেল স্কালোনির দল। তার আগে অবশ্য ছোট ছোট ম্যাচ দিয়ে নিজেদের চাঙ্গা রাখবে আকাশি-সাদারা। কাতারে যারা লড়াই করেছিলেন, তারা যে কোপা আমেরিকায় খেলবেন এমনও নয়।

এদিকে ১১ জনের মধ্যে দুই-তিনজন এদিক-ওদিক হতে পারে। এদিকে আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর। ডিসেম্বরে কাতার মাতানো মেসিরা মার্চে আবার মাঠে নামছে। সবকিছু ঠিক থাকলে মার্চে দুটি প্রীতি ম্যাচ খেলবে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

গতকাল যেমনটা জানিয়েছে দেশটির জনপ্রিয় গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস। যদিও প্রতিপক্ষের কথা জানায়নি তারা। তবে দুটি ম্যাচ যে বুয়েন্স আইয়ার্সে হবে সেটা নিশ্চিত। যার প্রথমটি হবে ২১ মার্চ, আর দ্বিতীয় ম্যাচটি মাঠে গড়াবে ২৮ মার্চ।

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ