• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

আর্জেন্টিনায় লিওনেল ও লিওনেলা নাম বেড়েছে ৭০০ শতাংশ

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৩, ০৭:২৬ পিএম

আর্জেন্টিনায় লিওনেল ও লিওনেলা নাম বেড়েছে ৭০০ শতাংশ

ক্রীড়া ডেস্ক

কাতারে ৩৬ বছরের ট্রফি খরা ঘুচিয়ে বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। লিওনেল মেসির অনবদ্য নেতৃত্বে অভূতপূর্ব সাফল্য পেয়েছে তারা। তারপরই দেশে বেড়ে গেছে তাদের প্রিয় তারকার নামে সন্তানদের নাম রাখার হার।

সান্তা ফে প্রদেশের সিভিল রেজিস্ট্রি অনুযায়ী, মেসির প্রথম নাম লিওনেল মাথায় রেখে সন্তানদের নাম রাখার প্রবণতা ৭০০ শতাংশ বেড়ে গেছে আর্জেন্টিনায়। গত বছর ডিসেম্বরে জন্ম নেওয়া ৭০ জন শিশুর মধ্যে একজন করে নাম পেয়েছে ‘লিওনেল’ কিংবা ‘লিওনেলা’। গত সেপ্টেম্বর পর্যন্ত আর্জেন্টিনা অধিনায়কের নামে নাম রাখার হার ছিল প্রতি মাসে মাত্র ছয় জন।

৩০ দিনের মধ্যে সেই সংখ্যা বেড়ে হয়েছে ৪৯ জনে। সান্তা ফের সিভিল রেজিস্ট্রির ডিরেক্টর মারিয়ানো গালভেজ রেডিও অনুষ্ঠান সান্তা ফে এলটি৯কে বলেন, ‘গত কয়েক সপ্তাহ ধরে শিশুদের নাম রাখা হচ্ছে জাতীয় দলের সদস্যদের নামানুসারে। যেমন জুলিয়ান কিংবা এমিলিয়ানো, কিন্তু বেশিরভাগই রাখা হচ্ছে লিওনেল।’

আর্কাইভ