• ঢাকা সোমবার
    ২৫ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১

মেসিকে ছেড়ে দেয়া সেরা সিদ্ধান্ত ছিল : হোয়ান লাপোর্তা

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৩, ০৩:৫৪ এএম

মেসিকে ছেড়ে দেয়া সেরা সিদ্ধান্ত ছিল : হোয়ান লাপোর্তা

ক্রীড়া ডেস্ক

এখনও যেন মেসিকে ভুলতে পারছে না বার্সেলোনা ভক্তরা। অথচ পার হয়েছে সময়ের হিসেবে প্রায় দেড় বছর। বার্সার ইতিহাসে মেসির যে অবদান তাতে মেসিকে মনে না রাখার সুযোগও নেই। আর তাই প্রায়ই সংবাদ সম্মেলনে মেসিকে নিয়ে কথা বলতে হয় বার্সেলোনার প্রেসিডেন্ট হোয়ান লাপোর্তাকে।

২০২১ সালে বার্সেলোনার সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর নতুন করে চুক্তি বাড়াতে চেয়েছিলেন মেসি। কিন্তু লা লিগার আরোপিত অর্থনৈতিক ও কাঠামোগত প্রতিবন্ধকতায় সে সময় নতুন করে চুক্তি করা সম্ভব হয়নি বার্সেলোনার পক্ষে। আর তাই মেসিকে ধরে রাখতেও ব্যর্থ হয় তারা।

ক্লাবের স্বার্থে মেসিকে ছেড়ে দেওয়া সঠিক সিদ্ধান্ত ছিল বলে মনে করেন বার্সা প্রেসিডেন্ট লাপোর্তা। তিনি বলেন, ‘বার্সাকে ইতিহাসের সেরা ফুটবলারের আগে রাখতেই হতো আমাকে। অর্থনৈতিক দুরবস্থার সেই মুহূর্তে আমার পক্ষে তাকে রাখা সম্ভব ছিল না। বার্সেলোনার জন্য এটাই সেরা সিদ্ধান্ত ছিল বলে আমি মনে করি। বর্তমানে সে পিএসজির খেলোয়াড় এবং আমি তার ব্যাপারে কথা বলতে চাই না।’

তিনি আরও যোগ করেন, ‘আমরা বর্তমানে বার্সা নিয়ে মনযোগী। মেসি সবসময় আমাদের অংশ হয়ে থাকবে। তাকে ভিন্নভাবে বিদায় দিতে চেয়েছিলাম আমি। তাকে রাখার উপায় ছিল বললে ভুল হবে।’

উল্লেখ্য যে, দীর্ঘ ২১ বছরের সম্পর্ক ছিন্ন করে ২০২১ সালে বার্সেলোনা ত্যাগ করে লিওনেল মেসি।

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ