• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

আর্জেন্টিনাও প্রথম ম্যাচ হেরেছিল: হেরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের পোস্ট

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৩, ০৩:৩৭ এএম

আর্জেন্টিনাও প্রথম ম্যাচ হেরেছিল: হেরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের পোস্ট

ক্রীড়া ডেস্ক

বিপিএলকে এখন কেউ কেউ সার্কাস টুর্নামেন্ট বলে থাকেন। অনিয়ম, অব্যবস্থাপনা, অদূরদর্শিতায় যেন নিজেদেরই ছাড়িয়ে যাওয়ার চেষ্টায় টুর্নামেন্টটি। আজ টুর্নামেন্টের উদ্বোধনী দিনে ম্যাচ শুরুর মাত্র এক ঘণ্টা আগে সময়সূচি বদল করে নতুন বিতর্কের জন্ম দিয়েছে বিপিএল।উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স আর সিলেট সিক্সার্স।

মাশরাফি বিন মর্তুজার সিলেট ৮ উইকেটে হেসেখেলেই হারিয়েছে শুভাগতহোমের চট্টগ্রামকে। ম্যাচ হারের পর চট্টগ্রাম চ্যালেঞ্জার্স তাদের ভেরিফায়েড আইডি থেকে একটি স্ট্যাটাস দিয়েছে, যে স্ট্যাটাস নিয়ে শুরু হয়েছে হাস্যরস। ক্রিকেটপ্রেমীরা রীতিমত ধুয়ে দিচ্ছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে।

এদিকে আর্জেন্টিনার বিশ্বকাপজয়কে মনে করিয়ে দিয়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স তাদের স্ট্যাটাসে লিখেছে, ‘আর্জেন্টিনাও প্রথম ম্যাচ হেরেছিল, কিন্তু তারাই চ্যাম্পিয়ন হয়েছিল।’ এখন নেতিবাচক কমেন্ট আর বিদ্রুপে ভেসে যাচ্ছে এই স্ট্যাটাসটি।

কেউ লিখেছেন, ‘কিসের মধ্যে কি পান্তা ভাতে ঘি।’ কেউ লিখেছেন, ‘কিন্তু আর্জেন্টিনা টিমে তো লর্ড প্লেয়ারে ভরপুর ছিল না তোমাদের মতো।’ কারও মন্তব্য, ‘উদ্বোধনী ম্যাচে কাতারও হেরেছিল, তারাই সবার আগে বিদায় নেয়।’

এদিকে আরেকজন ব্যবহারকারী লিখেছেন, ‘বিপিএল বিনোদনের কেন্দ্র,তার সদর দপ্তর চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।’ আরেকজন লিখেছেন, ‘আর্জেন্টিনার মেসি ছিল, চট্টগ্রামের কে আছে?’ এমনই নানা নেতিবাচক কমেন্টে ভরে গেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কমেন্ট বক্স।

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ