প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৩, ১২:৫০ এএম
বিপিএলের সিইও হওয়ার জন্য সাকিবকে আমন্ত্রণ
বিতর্কের শেষ নেই বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে। আসর মাঠে গড়ানোর আগে নানা অব্যস্থাপনা নিয়ে সমালোচনা করেছিলেন ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান। মাত্র দুই মাসে সব সমস্যার সমাধান করতে পারবেন বলে জানিয়েছেন এ অলরাউন্ডার। সে সব সমালোচনার জবাব দিয়ে সাকিবকে আগামী আসরে প্রধান নির্বাহী (সিইও) হওয়ার আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকরা।
শুক্রবার (৬ জানুয়ারি) বিপিএলের নানা ইস্যু নিয়ে সংবাদ সম্মেলন করেন আয়োজকরা। সেখানে বিপিএল গভর্নিং বডির প্রধান শেখ সোহেল সাকিবকে এ আমন্ত্রণ জানান।
সোহেল বলেন, ‘আমি প্রথমে সাকিবকে স্বাগতম জানাই। সে বিপিএলের সিইও’র দায়িত্বে আসতে চায়। আমরা গভর্নিং বডির পক্ষ থেকে তাকে স্বাগতম জানাই। ও যদি চায় সামনের বছর থেকে সিইও’র দায়িত্বপালন করুক।’
এর আগে গত ৪ জানুয়ারি বিপিএলের মান নিয়ে সমালোচনা করেছিলেন সাকিব। ডিআরএস প্রযুক্তি না থাকা এবং ভালো মানের বিদেশি ক্রিকেটারদের এ টুর্নামেন্টে অনাগ্রহের পেছনে তিনি দায় দিয়েছেন আয়োজকদেরও। জানিয়েছিলেন প্রধান নির্বাহীর দায়িত্ব পেলে মাত্র দুমাসে সব বদলে ফেলতেন তিনি।
সে সময় সাকিব বলেন, `আমাকে যদি সিইওর দায়িত্ব দেয়া হয়, আমার বেশিদিন লাগবে না। সর্বোচ্চ ১ থেকে ২ মাস সময় লাগবে সব ঠিক করতে। ২ মাস লাগারও কথা না। বিপিএলের সিইও হলে সব বাদ দিয়ে নতুন করে ড্রাফট অকশন হবে, ফ্রি টাইমে বিপিএল হবে, আধুনিক প্রযুক্তি থাকবে, সম্প্রচারের মান ভালো থাকবে, হোম ও অ্যাওয়ে ভেন্যুতে খেলা হবে।`
মূলত চেষ্টার অভাবেই বিপিএল এক জায়গায় আটকে গেছে বলে মনে করেন এই বিশ্বসেরা অলরাউন্ডার। এ সময় তিনি বলিউডের সাড়াজাগানো সিনেমা নায়কের উদাহরণ দিয়ে রসিকতা করেন।
সাকিব বলেন, `এক দিনেও অনেক কিছু বদলে ফেলা যায়। বিপিএলের আয়োজকরা পারেনি নাকি চায়নি জানি না। বলা কঠিন। বাংলাদেশের যে সম্ভাবনা, চাইলে না পারার কোনো কারণ আমি দেখি না। আমার ধারণা আমরা সৎ মনে চাইনি কখনও ওরকম কিছু করতে। এ কারণে এখন পর্যন্ত হয়নি।`
সে প্রসঙ্গ টেনে শেখ সোহেলে জানান, সিনেমা আর বাস্তবতা এক নয়। চাইলেই সব সম্ভব নয়। তিনি বলেন, ‘সিনেমা দেখে বাস্তবতা পূরণ করা যায় না। সাকিব বিপিএলে কাজ করুক। আমাদের সাহায্য করুক।’
সাকিব চাইলে চলতি আসর থেকেই সিইও’র দায়িত্বে বসতে পারবেন কিনা গণমাধ্যমকর্মীদের এমন প্রশ্নের জবাবে সোহেল বলেন, ‘অবশ্যই তাকে স্বাগতম জানাব। এখনই জানাচ্ছি। কিন্তু এবার সে খেলছে। এখন সে খেলা ছেড়ে তো আসতে পারবে না। পরবর্তী বছর চলে আসুক।’
এআরআই