• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

মেসির পরামর্শে গ্রেমিওতে যোগ দিয়েছেন সুয়ারেজ

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৩, ১২:০১ এএম

মেসির পরামর্শে গ্রেমিওতে যোগ দিয়েছেন সুয়ারেজ

ক্রীড়া ডেস্ক

লিওনেল মেসির পরামর্শেই ব্রাজিলিয়ান ক্লাব ‘গ্রেমিও ফুটবল পোর্তো অ্যালেগ্রেন্সে’ যোগ দিয়েছেন লুইস সুয়ারেজ। ক্লাবটিতে পরিচয় পর্বও সেরে ফেলেছেন উরুগুইয়ান তারকা। এদিন সংবাদ সম্মেলনে বিষযটি জানান তিনি।

সুয়ারেজ বলেন,‘বিশ্বকাপ শেষে মেসির বাড়িতে থাকাকালীন সময় গ্রেমিওর প্রস্তাব নিয়ে তার সঙ্গে আলোচনা করেছিলাম। সে সম্মতি দিয়েছে। বন্ধুরা সবসময়ই আছে সাহায্য করার জন্য। তারা পরামর্শ দেয়, সিদ্ধান্ত নিতে সহায়তা করে। আর এটাই হয়েছে।’

তিনি বলেন,‘এখন আর আগের মতো দৌড়াতে পারি না। তবে এটা ঠিক, গোলপোস্টের ৫০ মিটার দূর থেকে মুভমেন্ট অবশ্য করতে পারব। তাতে আমার সতীর্থরা উপকৃত হতে পারে। কারণ দলীয় প্রচেষ্টায় সবকিছুই সম্ভব।’

তিনি আরও বলেন,‘চরিত্র, বন্ধুত্ব, জয় এবং গোল- আমি এ সবকিছু সমর্থকদের কাছে প্রতিজ্ঞা করলাম। ৩৬ বছর বয়সেও যে খেলতে পারি, তা দেখানোর চ্যালেঞ্জ নিয়ে গ্রেমিওতে যোগ দিলাম। কারণ, আমি এটাই করতে পছন্দ করি।’

গ্রেমিওর ঘরের মাঠে ৩০ হাজার দর্শকের সামনে সুয়ারেজকে পরিচয় করিয়ে দেয় ক্লাব কর্তৃপক্ষ। সমর্থকরাও তাকে উষ্ণ স্বাগত জানান। ক্যারিয়ারের অন্তিমলগ্নে এমন অভ্যর্থনা প্রত্যাশা করেননি ৩৫ বর্ষী তারকা। যা পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন একসময় আয়াক্স, লিভারপুল, বার্সেলোনা, অ্যাটলেটিকো মাদ্রিদ মাতানো ফরোয়ার্ড।

এআরআই

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ