• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

আজ থেকে শুরু বিপিএল

প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৩, ০৭:০৬ পিএম

আজ থেকে শুরু বিপিএল

ক্রীড়া প্রতিবেদক, ঢাকা

আজ শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর। উদ্বোধনী দিনে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। শুক্রবার (৬ জানুয়ারি) দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্ন্স ও সিলেট সিক্সার্স। বেলা ২টা ৩০ মিনিটে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

দিনের অপর ম্যাচে মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্স। একই ভেন্যুতে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে অনুষ্ঠিত হবে ম্যাচটি। খেলা দুইটি সরাসরি দেখা যাবে নাগরিক টিভিতে।

সিলেট সিক্সার্সকে নেতৃত্ব দিচ্ছেন বিপিএলের সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। চট্টগ্রামের দায়িত্ব উঠেছে শুভাগত হোমের কাঁধে। এ ছাড়া এবারও কুমিল্লা আস্থা রেখেছে ইমরুল কায়েসের ওপর। রংপুর রাইডার্সের দায়িত্বে থাকছেন নুরুল হাসান সোহান।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স স্কোয়াড : আফিফ হোসেন, বিশ্ব ফার্নান্দো (শ্রীলঙ্কা), কার্টিস ক্যাম্পার (আয়ারল্যান্ড), আশান প্রিয়াঞ্জন (শ্রীলঙ্কা), মৃত্যুঞ্জয় চৌধুরী, শুভাগত হোম, মেহেদি হাসান রানা, ইরফান শুক্কুর, মেহেদি হাসান মারুফ, জিয়াউর রহমান, ম্যাক্স ও‍‍ ডাউড (নেদারল্যান্ডস), উন্মুখত চাঁদ (ভারত/যুক্তরাষ্ট্র), তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহী, ফরহাদ রেজা, তৌফিক খান তুষার।

সিলেট স্ট্রাইকার্স স্কোয়াড : মাশরাফি বিন মর্তুজা, মোহাম্মদ আমির (পাকিস্তান), মোহাম্মদ হারিস (পাকিস্তান), থিসারা পেরেরা (শ্রীলঙ্কা), ধনাঞ্জয়া ডি সিলভা (শ্রীলঙ্কা), রায়ান বার্ল (জিম্বাবুয়ে), কামিন্দু মেন্ডিস (শ্রীলঙ্কা), কলিন অ্যাকারম্যান (নেদারল্যান্ডস), মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, রেজাউর রহমান রাজা, নাবিল সামাদ, তৌহিদ হৃদয়, রুবেল হোসেন, টম মুরস (ইংল্যান্ড) , গুলবাদিন নাইব (আফগানিস্তান), জাকির হাসান, নাজমুল ইসলাম অপু, আকবর আলি, মোহাম্মদ শরিফউল্লাহ, তানজিম হাসান সাকিব।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স স্কোয়াড : মোস্তাফিজুর রহমান, শাহিন শাহ আফ্রিদি (পাকিস্তান), মোহাম্মদ রিজওয়ান (পাকিস্তান), হাসান আলি (পাকিস্তান), খুশদিল শাহ (পাকিস্তান), মোহাম্মদ নবি (আফগানিস্তান), আবরার আহমেদ (পাকিস্তান), জশ কেবি (ইংল্যান্ড), ব্র্যান্ডন কিং (ওয়েস্ট ইন্ডিজ), লিটন দাস, মোসাদ্দেক হোসেন, তানভীর ইসলাম, ইমরুল কায়েস, আশিকুর জামান, জাকের আলি অনিক, শন উইলিয়ামস (জিম্বাবুয়ে), চ্যাডউইক ওয়াল্টন (ওয়েস্ট ইন্ডিজ), সৈকত আলি, আবু হায়দার রনি, নাঈম হাসান, মুকিদুল ইসলাম মুগ্ধ, মাহিদুল ইসলাম অঙ্কন, দেলোয়ার হোসেন।

রংপুর রাইডার্স স্কোয়াড : নুরুল হাসান, সিকান্দার রাজা (জিম্বাবুয়ে), হারিফ রউফ (পাকিস্তান), মোহাম্মদ নাওয়াজ (পাকিস্তান), শোয়েব মালিক (পাকিস্তান), পাথুম নিশাঙ্কা (শ্রীলঙ্কা), জেফ্রি ভ্যান্ডারসাই (শ্রীলঙ্কা), শেখ মেহেদি হাসান, হাসান মাহমুদ, মোহাম্মদ নাঈম শেখ, রাকিবুল হাসান, শামীম হোসেন, রিপন মণ্ডল, আজমতউল্লাহ ওমরজাই (আফগানিস্তান), অ্যারন জোনস (যুক্তরাষ্ট্র), রনি তালুকদার, পারভেজ হোসেন ইমন, রবিউল হক, আলাউদ্দিন বাবু।

 

এনএমএম/

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ