• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

রোমার যাদুঘরে বিশ্বকাপ জয়ী পদক দিলেন দিবালা

প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৩, ০৪:৪৯ এএম

রোমার যাদুঘরে বিশ্বকাপ জয়ী পদক দিলেন দিবালা

ক্রীড়া ডেস্ক

 

 

ইতালিয়ান ক্লাব এসএ রোমার প্রতি অনন্য ভালোবাসা দেখিয়েছেন আর্জেন্টাইন তারকা পাওলো দিবালা। বিশ্বকাপ জয়ী নিজের পদকটি দিয়েছেন ক্লাবটির জাদুঘরে। এখন থেকে ক্লাবটির ঐতিহাসিক স্মারকের পাশাপাশি আলবিসেলেস্তে তারকার চ্যাম্পিয়ন পদকটিও দেখতে পাবেন দর্শনার্থীরা।

রোমাকে একেবারে পদকটি দিয়ে দেননি দিবালা। ‘ধার’ হিসেবেই দিয়েছেন। ক্লাব ছাড়লে পদকটি ফিরিয়ে দিতে হবে তাকে। এ ছাড়া যেকোনো সময়ও পদকটি ফেরত নিতে পারবেন তিনি।

কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে খুব একটা মাঠে নামতে পারেননি দিবালা। তবে খেলেছিলেন সেমিফাইনাল ও ফাইনালে। ফ্রান্সের বিপক্ষে পেনাল্টি শুটআউট পর্বে দলের হয়ে করেনও গোল। আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হলে দলের সদস্য হিসেবে বিশ্বজয়ী পদক পান দিবালা।

ছুটি কাটিয়ে বিশ্বজয়ী তারকা দিবালা রোমায় ফিরেছেন ফিরেছেন বেশ আগেই। আর্জেন্টাইন অনান্য খেলোয়াড়দের মত কাটাননি লম্বা ছুটি। ক্লাবের প্রয়োজনে ছুটি সংক্ষিপ্ত করেই ফিরেছেন তিনি। সেই সঙ্গে ক্লাবের হয়ে অনুশীলন শুরু করেছেন ২৯ বর্ষী তারকা।

গত জুলাইয়ে ফ্রি এজেন্ট হয়েই জুভেন্টাস থেকে রোমায় পা রাখেন দিবালা। বিশ্বকাপের আগে রোমার জার্সিতে ১২ ম্যাচ খেলে ৭ গোল করেছেন আলবিসেলেস্তে তারকা।

এআরআই

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ