• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

পেলের স্মৃতি ফিরিয়ে আনলেন রদ্রিগো

প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৩, ০২:৪৬ এএম

পেলের স্মৃতি ফিরিয়ে আনলেন রদ্রিগো

ক্রীড়া ডেস্ক

যে ক্লাবের হয়ে পেলের এক হাজারের বেশি গোল, যে ক্লাবের তিনি সমার্থক, সেই সান্তোসে খেলেই বেড়ে উঠেছেন রদ্রিগো। সময়ের পরিক্রমায় তিনি এখন রিয়াল মাদ্রিদের।

পেলের প্রয়াণের পর প্রথম গোলটি করে রদ্রিগো তার প্রথম ক্লাব ও দেশের কিংবদন্তিকে শ্রদ্ধাঞ্জলি জানালেন ফুটবলের রাজার মতো উদ্যাপনের মধ্য দিয়ে। 

মঙ্গলবার সান্তোসে পেলের চিরনিদ্রায় শায়িত হওয়ার দিনে কোপা দেল রে’র ম্যাচে স্পেনের চতুর্থ বিভাগের দল কাসেরেনোর মুখোমুখি হয়েছিল রিয়াল। দ্বিতীয় সারির দল নামিয়ে কিছুটা ভুগতে হলেও ১-০ গোলের জয়ে শেষ ষোলোর টিকিট কেটেছে রিয়াল।

৬৯ মিনিটে দুই ডিফেন্ডারকে কাটিয়ে ব্যবধান গড়ে দেওয়া একমাত্র গোলটি করেন রদ্রিগো। গোল করার সময় তরুণ ব্রাজিলীয় ফরোয়ার্ডের মুভ ছিল পেলের মতো। উদ্যাপনেও তিনি ফিরিয়ে আনেন পেলের স্মৃতি। 

গোলের পর তিনবার লাফিয়ে উঠে মুষ্টিবদ্ধ ডান হাত শূন্যে ছুড়ে উদ্যাপন করেন রদ্রিগো। সান্তোস ও ব্রাজিলের জার্সিতে বহুবার এভাবে গোল উদ্যাপন করেছেন পেলে। সেই স্মৃতি ফিরিয়ে রদ্রিগো বুঝিয়ে দিলেন পেলে চিরন্তন।

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ