• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

দুই ম্যাচ নিষিদ্ধ রোনালদো, নতুন অভিষেকে বিলম্ব

প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৩, ১২:৫৯ এএম

দুই ম্যাচ নিষিদ্ধ রোনালদো, নতুন অভিষেকে বিলম্ব

ক্রীড়া ডেস্ক

সৌদির লিগে ক্রিস্টিয়ানো রোনালদোর নতুন ক্লাব আল নাসের বৃহস্পতিবার রাতে মাঠে নামবে। ওই ম্যাচে খেলা হবে না তার। এমনকি আল শাবাবের বিপক্ষে ১৪ জানুয়ারির ম্যাচেও খেলতে পারবেন না তিনি। কারণ পর্তুগিজ যুবরাজ দুটি লিগ ম্যাচ থেকে নিষিদ্ধ।

ম্যানচেস্টার ইউনাইটেডে খেলার সময় গত বছরের এপ্রিলে রোনালদো এক এভারটন ভক্তের ফোন কেড়ে নিয়ে তা ছুড়ে ফেলে ভেঙে দেন। ওই ঘটনায় ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) গত নভেম্বর অর্থাৎ কাতার বিশ্বকাপের ঠিক আগে তাকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছিল।

ওই নিষেধাজ্ঞা রোনালদো যে ক্লাবেই খেলেন না কেন তা ভোগ করতে হবে। সৌদির সংবাদ মাধ্যম আল রিয়াদিয়া জানিয়েছে, নিষেধাজ্ঞা ছাড়া আরও কিছু কারণে বিশ্বের সবচেয়ে বেশি বেতনভুক্ত ওই ফুটবলারের মাঠে নামতে বিলম্ব হতো।

সংবাদ মাধ্যমটি জানিয়েছে, সৌদির লিগে খেলতে হলে যেকোন বিদেশি খেলোয়াড়কে সৌদি আরাবিয়া ফুটবল ফেডারেশনের থেকে ছাড়পত্র নিতে হয়। যেটা আল নাসেরের প্রথম ম্যাচের আগে পাননি তিনি। এছাড়া ক্লাবটির কোচ রুডি গার্সিয়া জানিয়েছেন, তিনি চান রোনালদো পূর্ণ ফিট হয়ে মাঠে নামুক।

দুই ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে রোনালদো ১৯ জানুয়ারি মাঠে ফিরতে পারেন। আল নাসের ও আল হিলালির সমন্বয়ে গড়া দল পিএসজি’র বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে ওইদিন। মেসি-নেইমারের বিপক্ষেই তাই রোনালদোর নতুন অভিষেক হতে পারে। এরপর ২১ জানুয়ারি ইত্তিফাকের বিরুদ্ধে লিগ ম্যাচ আছে আল নাসেরের। ওই ম্যাচে আনুষ্ঠানিকভাবে আল নাসেরের জার্সি পরে মাঠে নামতে পারেন তিনি।

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ