• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

মেসিকে অবসর নিতে দিবে না আর্জেন্টিনার ফুটবলাররা

প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৩, ১০:০৭ পিএম

মেসিকে অবসর নিতে দিবে না আর্জেন্টিনার ফুটবলাররা

ক্রীড়া ডেস্ক

লিওনেল মেসি আরও আগে একবার অবসর নিয়েছিলেন। কিন্তু সেই অবসর ভেঙে তিনি ফিরেছিলেন। সেই অবসর ভেঙে ফেরার কারণেই এবার বিশ্বকাপ শিরোপা জয়ের স্বাদ পেলেন তিনি।

২০২২ কাতার বিশ্বকাপে শিরোপা জিতেছে আর্জেন্টিনা। বিশ্বকাপের আগে মেসি জানিয়েছিলেন, এটাই তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। ফাইনাল ম্যাচের পূর্বেও এটাই বলেছিলেন তিনি।

তবে বিশ্বকাপের ফাইনালের পর মেসি জানিয়েছিলেন, তিনি আরও খেলা চালিয়ে যেতে চান। বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে তিনি খেলা চালিয়ে যাবেন।

 

এবার আর্জেন্টিনার আরেক তারকা ম্যাক অ্যালিস্টার বললেন, তারা মেসিকে অবসর নিতেই দিবেন না। ২০২৬ বিশ্বকাপেও যেন মেসি খেলে সেটাই চাওয়া তাদের।

অ্যালিস্টার বলেন, “আমরা তাকে জাতীয় দল থেকে বিদায় নিতে দিব না। সে বলেছে, সে শেষ বিশ্বকাপ খেলেছে। কিন্তু আমরা সেটা চাই না। আমরা চাই সে থাকুক। সেও জানে আমরা কি চাই। দেখা যাক কি হয়।”

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ